Dekhun Matha Uchu Kore, Tematha Official Theme Song
Автор: Tematha Jagaddhatri Puja Samity
Загружено: 2019-10-20
Просмотров: 230143
Singers : Madhurima Das, Somashree Dey Das, Debabrata Ghosh, Dip Banerjee, Jinia Sinha Roy
Lyrics: Jinia Sinha Roy
Rap : Dip Banerjee
Composition and Mix: Saibal Karmakar (S.K Studio)
Lyrics:
জয়দে জগদানান্দে জগদেক প্রপূজিতে
জয় সর্বগতে দূর্গে জগদ্ধাত্রী নমস্তুতে।
মহা বিঘ্নে মহৎসাহে মহামায়ে বরাপ্রদে
প্রপঞ্চসারে সাধ্বী ষে জগদ্ধাত্রী নমস্তুতে।
রুপং দেহি জয়ং দেহি বন্দনা হে মাতৃ,
নিমজ্জিত চরণে তোমার হে মা জগদ্ধাত্রী।
রোদ বৃষ্টি মেঘ পেরিয়ে হেমন্ত যখন,
মাগো তোমার এই আগমন
মাগো যেও না বিসর্জন।
মাগো যেও না বিসর্জন।
দশ হাতে নয়, শক্তি তোমার চার হাতেতেই ধরে,
ভুবনমোহি শান্তি রুপী চাঁদের নগর পরে।
তাই দেখুন মাথা উঁচু করে
দেখুন মাথা উচুঁ করে।
তোমার রূপে চোখ জুড়িয়ে দূর হোক সব শ্রান্তি,
রাণী রুপী মহিমা তোমার, হে মা জগদ্ধাত্রী।
কালবিজয়ী জাগ্রত মা তোমার ত্রিনয়ন,
অসুর করেছ তুমিই যে নিধন,
মাগো যেও না বিসর্জন, মাগো যেও না বিসর্জন
পাঁচ দিনের আনন্দে যখন পাঁচশো হাজার ভীড়,
ভক্তি লুটায় তোমার পায়ে, উচ্চ রাখি শির।
জগতের জননী মাগো, শান্তি তোমার ক্রোরে,
আকাশচুম্বী সিংহবাহি তেমাথার ওই মোড়ে।
তাই দেখুন মাথা উচুঁ করে
দেখুন মাথা উঁচু করে।
Rap:
তেমাথা মানেই উচ্চতায় রূপে আর সাজে
চার হাতে মা বসে আছে আমাদেরই মাঝে।
বছর আসে বছর যায় কেটে গেলো সব দিন,
ঐতিহ্যের তেমাথা পুরো হলো যে রঙিন।
শুধু ভিড়ে ভিড়, লোকে লোক, নিত্য নতুন সাজে
মাকে ঘিরে ভিড় জমাচ্ছে সেল্ফি তোলার মাঝে।
তাই অফিস বাড়ি নিপাত যাক,
ফুচকা ভেলপুরি পাপড়িচাট
আড্ডা মারবো গল্প করবো আয় চলে আয় জোড়া ঘাট।
ইতিহাসের পাতা থেকে বর্তমানের দিনে
জগৎজুরে সেরার সেরা আমরাই লাইটিংয়ে
লোকের কাছে গর্ব করি আমি চন্দননগর বাসি
মনেপ্রাণে আঁকরে ধরে আমি তেমাথাকেই ভালোবাসি।
তাই দেখুন মাথা উচু করে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: