আপনারা যখন থাইল্যান্ডের ব্যাংক এয়ারপোর্টে যাবেন তখন ইমিগেশন করার আগেই সিম কিনতে পারবেন।
Автор: Alu Bhai
Загружено: 2024-05-08
Просмотров: 135
বন্ধুরা আপনারা যখন থাইল্যান্ডের ব্যাংক এয়ারপোর্টে যাবেন তখন ইমিগেশন করার আগেই সিম কিনতে পারবেন। এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে কারণ ইমিগেশন করার আগে আমাদের অনলাইনে যোগাযোগ করতে হতে পারে বা কোন গুরুত্বপূর্ণ ফাইল লাগতে পারে তখন আপনি সিম কিনে নিয়ে আপনার কাজ সারতে পারবেন। আমি এর আগেও অনেক এয়ারপোর্টে দেখেছি কোন প্রকার ফ্রি Wifi নাই এবং password চাইলে তারা দিতে চায় না। এতে অনেকটা ভোগান্তি প্রহাতে হয়। আপনারা ব্যাংককের এয়ারপোর্টের ইমিগেশন করার আগেই পেয়ে যাবেন সিম কেনার ছোট দোকান। যেখানে আমি ৮ দিনের জন্য একটা প্যাকেজ কিনি যা ২৯৯ থাই বাথ নিয়েছে যা কিনা আমাদের বাংলাদেশে প্রায় ৯৫৬+- টাকার মতো হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: