কদরের রাত: রমজানের শেষ দশকের হৃদয়স্পর্শী গজল | New Ramadan Gojol | Islamic Ghazal
Автор: বেলালের সুর
Загружено: 2026-01-07
Просмотров: 349
কদরের রাত: রমজানের শেষ দশকের হৃদয়স্পর্শী গজল | New Ramadan Gojol | Islamic Ghazal | Gojol Islamic Bangla
📜 Lyrics (গজলের কথা):
রমজানের শেষ দশ এলো, বরকতে ভরা রাত,
কদরের খোঁজে মন কাঁদে, চাই ক্ষমা, চাই নাজাত।
আল্লাহর কাছে চাই করুণা, রহমতের ছায়া,
জান্নাতের তরে এই জীবন, দূর হোক সব মায়া।
এ রাতে খুলে দাও সব দুয়ার, দাও ইবাদতের স্বাদ,
তোমারি স্মরণে কাটে যেন, প্রতিটি মুহূর্ত রাত।
রোজা রেখেছি, নামাজ পড়েছি, তিলাওয়াত করি কোরআন,
শেষ দশকে বাড়িয়েছি চেষ্টা, পেতে তোমারি সম্মান।
প্রতিটি সেজদায় ঝরে অশ্রু, পাপের বোঝা নিয়ে,
মাফ করে দাও সব গুনাহ, দয়া নজরে চেয়ে।
গুনাহ করো মাফ, রহম করো, এই তো আমার আশা,
তোমারি তরে সঁপে দিলাম, সবটুকু ভালোবাসা।
কদরের রাত কত মহিমান্বিত, হাজার মাসের চেয়েও দামি,
একাকী জেগে উঠি আঁধারে, তুমিই তো সর্বগামী।
তোমারি কুদরতে চলে বিশ্ব, তুমিই তো সব শক্তি,
ক্ষমা করে দাও সকল ভুল, চাই তোমারি মুক্তি।
রমজানের শেষ দশ এলো, বরকতে ভরা রাত,
কদরের খোঁজে মন কাঁদে, চাই ক্ষমা, চাই নাজাত।
আল্লাহর কাছে চাই করুণা, তোমার রহমতের ছায়া,
জান্নাতের তরে এই জীবন, দূর হোক সব মায়া।
এ রাতে খুলে দাও সব দুয়ার, দাও ইবাদতের স্বাদ,
তোমারি স্মরণে কাটে যেন, প্রতিটি মুহূর্ত আজ।
ছোট্ট এ মন নিয়ে বসেছি, তোমারি পানে মুখ করে,
জিকির আর তাসবীহ পড়ি, চোখ ভিজে যায় অঝোরে।
তোমারি দান কত অগণিত, প্রতি পলে পাই সুখ,
তবুও কত ভুল করি আমি, দেখাও তোমার শান্ত রূপ।
সব নিয়ামতের শুকরিয়া করি, তুমিই শ্রেষ্ঠ দাতা,
তোমার করুণায় ভরে দাও, শূন্য জীবনের খাতা।
কদরের রাত কত মহিমান্বিত, হাজার মাসের চেয়েও দামি,
একাকী জেগে উঠি আঁধারে, তুমিই তো সর্বগামী।
তোমারি কুদরতে চলে বিশ্ব, তুমিই তো সব শক্তি,
ক্ষমা করে দাও সকল ভুল, চাই তোমারি মুক্তি।
রমজানের শেষ দশ এলো, বরকতে ভরা রাত,
কদরের খোঁজে মন কাঁদে, চাই ক্ষমা, চাই নাজাত।
আল্লাহর কাছে চাই করুণা, তোমার রহমতের ছায়া,
জান্নাতের তরে এই জীবন, দূর হোক সব মায়া।
এ রাতে খুলে দাও সব দুয়ার, দাও ইবাদতের স্বাদ,
তোমারি স্মরণে কাটে যেন, প্রতিটি মুহূর্ত রাত।
তোমারি স্মরণে কাটে যেন, প্রতিটি মুহূর্ত আজ,
কদরের রাত যেন আনে, হৃদয়ে শান্তি ও নাজাত।
ক্ষমা করো, রহম করো, তুমিই তো একমাত্র,
তোমার দয়া ছাড়া খালি, আমার জীবন পাত্র।
যদি গজলটি আপনার ভালো লাগে তবে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের কুরআন ও ইসলামের পথে উৎসাহিত করুন। আমাদের আরও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
⚠️ Anti-Piracy Warning:
This content is original. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited. Legal action will be taken against those who violate the copyright.
#Ramadan2026 #BanglaGojol #IslamicNasheed #LastTenNights #NewGojol #IslamicSong #SpiritualPeace #RamadanNasheed #Forgiveness #Tawba #Nasheed2026 #IslamicMelody #RamadanReady
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: