মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ মেরাজের আলচোনা
Автор: নূরের ঝলক ইসলামিক
Загружено: 2026-01-08
Просмотров: 1816
নবীজি হযরত মুহাম্মদ ﷺ–এর মেরাজ ইসলামি ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা।
মেরাজ কী?
মেরাজ শব্দের অর্থ “উর্ধ্বগমন”। এটি সেই ঘটনা, যেখানে আল্লাহর বিশেষ ইচ্ছায় নবীজি ﷺ এক রাতে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) পর্যন্ত গমন করেন (ইসরা) এবং সেখান থেকে আসমানসমূহ অতিক্রম করে আল্লাহর নৈকট্যে পৌঁছান (মেরাজ)।
সময়
অধিকাংশ আলেমের মতে, এটি হিজরতের প্রায় এক বছর আগে, রজব মাসের ২৭ তারিখ রাতে সংঘটিত হয়।
সংক্ষেপে মেরাজের ঘটনা
নবীজি ﷺ–কে ফেরেশতা জিবরাইল (আ.) বুরাক নামক বাহনে করে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে যান।
সেখানে তিনি পূর্ববর্তী নবীদের ইমামতি করে নামাজ পড়ান।
এরপর তিনি একে একে সাত আসমানে গমন করেন এবং আদম (আ.), ঈসা (আ.), মূসা (আ.), ইব্রাহিম (আ.)সহ বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
এই মেরাজেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
মেরাজের গুরুত্ব
নামাজের গুরুত্ব ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
এটি নবীজি ﷺ–এর সত্যতা ও আল্লাহর কুদরতের বড় নিদর্শন।
কষ্ট ও পরীক্ষার সময় আল্লাহ যে তাঁর প্রিয় বান্দাকে বিশেষ সম্মান দেন—এর প্রমাণ।
আমাদের জন্য শিক্ষা
যেকোনো কষ্টের পর আল্লাহর পক্ষ থেকে রহমত ও পুরস্কার আসে।
নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম।
আল্লাহর ক্ষমতার ওপর পূর্ণ বিশ্বাস রাখা জরুরি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: