বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | Bagladesh Agricultural University | Mymensingh
Автор: I Education
Загружено: 2021-11-20
Просмотров: 641
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | Bagladesh Agricultural University | Mymensingh | iEduction | শিক্ষার অগ্রযাত্রায় বাংলাদেশ (বিশেষ পর্ব)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
বিএইউ ২০১৩-২০১৪ সালের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। ওয়েবম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০১৭ অনুসারে এটি বাংলাদেশের এক নম্বরের বিশ্ববিদ্যালয়।
ইতিহাস
১৯৬১ সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দু’টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়।[৩] স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয়। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়।[৪]
অবস্থান
ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় ১২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার উত্তরে এ ক্যাম্পাসের অবস্থান।[৪][৫]
ভৌত স্থাপনা
বিশ্ববিদ্যালয়ে মূল প্রশাসন ভবনসহ বিভিন্ন অনুষদীয় ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ২০০০ আসনের আধুনিক মিলনায়তন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, সম্প্রসারিত ভবন, জিমনেসিয়াম, স্টেডিয়াম, স্বাস্থ্য কেন্দ্র, জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৩টি হল আছে। যার মাঝে ৪টি হল ছাত্রীদের জন্য।[৪][৬] এছাড়াও রয়েছে ড. ওয়াজেদ মিয়া ডরমিটরী।
পুরাতন লোগো
উপাচার্য
আলী আকবর (মে ২০১৫ মে ২০১৯)
লুৎফুল হাসান (২০১৯-বর্তমান)[৭]
অনুষদ এবং বিভাগসমূহ
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদ এবং ৪১ টি বিভাগ রয়েছে।[৮]
বাকৃবি ক্যাম্পাস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদদের তালিকার ভাস্কর্য
কৃষি অনুষদ (পূর্ব ভবন)
ভেটেরিনারি অনুষদ
ভেটেরিনারি অনুষদ আটটি বিভাগ নিয়ে গঠিত। সেগুলো হল -
শারীরস্থান এবং তন্তুবিন্যাসবিদ্দ্যা হিস্টোলজি বিভাগ
শারীরবিদ্যা বিভাগ
অণুজীববিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি বিভাগ
ফার্মাকোলজি বিভাগ
পরজীববিদ্যা বিভাগ
রোগবিদ্যা বিভাগ
মেডিসিন বিভাগ
সার্জারি ও ধাত্রীবিদ্যা বিভাগ
কৃষি অনুষদ
কৃষি অর্থনীতি বিভাগ
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
পতঙ্গবিজ্ঞান বিভাগ
উদ্যানবিদ্যা বিভাগ
উদ্ভিদের রোগবিদ্যা বিভাগ
ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ
জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগ
কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ
কৃষি রসায়ন বিভাগ
জীববিজ্ঞান বিভাগ
পদার্থবিদ্যা বিভাগ
রসায়ন বিভাগ
ভাষা বিভাগ
কৃষি বন বিভাগ
বায়োপ্রযুক্তি বিভাগ
পরিবেশ বিজ্ঞান বিভাগ
পশুপালন অনুষদ
পশু প্রজনন ও জেনেটিক্স বিভাগ
পশু বিজ্ঞান বিভাগ
পশু পুষ্টি বিভাগ
পোল্ট্রি বিজ্ঞান বিভাগ
দুগ্ধ বিজ্ঞান বিভাগ
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ
কৃষি অর্থনীতি বিভাগ
কৃষি অর্থ বিভাগ
কৃষি পরিসংখ্যান বিভাগ
সহযোগিতা ও বিপণন বিভাগ
গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
খামার কাঠামো বিভাগ
খামার শক্তি ও যন্ত্রপাতি বিভাগ
সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ
খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগ
কম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগ
মৎসবিজ্ঞান অনুষদ
মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগ
অ্যাকক্যাকালচার বিভাগ
মৎস্য ব্যবস্থাপনা বিভাগ
মৎস্য প্রযুক্তি বিভাগ
স্নাতক ডিগ্রিসমূহ
ডক্টর অব ভেটেনারী মেডিসিন (DVM);
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (BSc in Ag (Hons));
ব্যাচেলর অব সায়েন্স ইন এনিম্যাল হাজব্রেন্ডী (BSc in Animal Husbandry(Hons));
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (BSc in Ag Econ(Hons));
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (BSc in Agricultural Engineering);
ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং (BSc in Food Engineering)
ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (BSc in Fisheries)
আবাসিক হলসমুহ
ছাত্র হলসমুহ
ঈশা খাঁ হল
শাহজালাল হল
শহীদ শামসুল হক হল
শহীদ নাজমুল আহসান হল
আশরাফুল হক হল
শহীদ জামাল হোসেন হল
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল
ফজলুল হক হল
বঙ্গবন্ধু শেখ মুজিব হল
ছাত্রী হলসমুহ
সুলতানা রাজিয়া হল
তাপসী রাবেয়া হল
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
বেগম রোকেয়া হল
বিভিন্ন সংগঠন
সাংবাদিক সমিতি
বাকৃবি রোভার স্কাউট,
রোটার্যাক্ট ক্লাব,
বাকৃবি ডিবেটিং সংঘ
বিনোদন সংঘ
অঙ্কুর,
পদচিহ্ন,
ঘাসফুল
হাসিমুখ
বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটি
বিশ্বসাহিত্য কেন্দ্র বাকৃবি শাখা পাঠচক্র
বাউ সাইক্লিষ্টস্
বিজ্ঞান আন্দোলন মঞ্চ
বিজ্ঞান চর্চা কেন্দ্র
চারণ সংস্কৃতিক কেন্দ্র
বাঁধন
শুভ সংঘ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্ট
বিএনসিসি
ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগ
জাতীয়তাবাদী ছাত্রদল
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
Free & quality education for all. ------------------------
Contact Us: 09617-200500
Website: www.ieducationbd.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: