সিলেট টু কুমিল্লা || ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা || Cumilla || Sylhet to Comilla Train Journey
Автор: TOURIST STARS
Загружено: 2022-02-15
Просмотров: 5664
সিলেট টু কুমিল্লা ট্রেনের টিকিট কিনতে গেলে টিকিট পাওয়া যায় না। তিন দিন চার দিন বা এক দিন আগে গেলে ও পাওয়া যায় না তবে এদিক ওদিক ঘুরলে টিকিটের মূল দামের চেয়ে বেশি খরছ করলে ঠিকই পাওয়া যায়। সিলেট থেকে কুমিল্লা যাবার টিকিট না পেয়ে নিলাম সিলেট টু চট্টগ্রাম। সিলেট থেকে রাত ৯ঃ৪০ মিলিটে রওয়ানা দিয়ে ভোর প্রায় ৪ঃ০০ পৌছে গেলাম।প্রায় ১০ বছর পরে ট্রেনে যাত্রা আগে থেকে এখন অনেক পরিবর্তন করা হয়েছে ট্রেনের রঙের সাথে সিট ও উন্নত করা হয়েছে আগে থেকে। সব মিলিয়ে বাসের চেয়ে ট্রেন অনেক ভালো সিলেট টু কুমিল্লার জন্য। শেষে ভালো ভাবে পৌঁছে গেলাম কুমিল্লা।
কুমিল্লা ভ্রমণ করবো একদিন ধারাবাহিক ভাবে প্রচার হবে কুমিল্লার বিখ্যাত স্থান ইতিহাস সংস্কৃতি দেখার আমন্ত্রন রইলো।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: