আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী, কুঞ্জবনে পুষ্পাসনে, নাচিল কামিনী। Ahare Mono Dhono।
Автор: Muktidhara মুক্তিধারা
Загружено: 2022-09-21
Просмотров: 737
আহারে মন ধন, লুটিয়ে নিল মন মোহিনী,
কুঞ্জবনে পুষ্পাসনে, নাচিল কামিনী।
কপালে তিলক ফোঁটা, সিঁতি পাট হীরা কাঁটা,
হাতে লিয়ে ফুলের জটা, নাচিল চন্দ্রাননী।
আঁখিতে কাজল ধরা, গলায় মুক্তার ছড়া,
মধু হেসে নয়ন ঠারে, মন হরিল রুপসিনী।
মুখ হেরি পুর্ণ শশী, উড়িয়া গেল মন উদাসী,
গায়ে শাড়ী বেনারসী, অঞ্চল হেলায় চাঁদবদনী।
কোমরেতে স্বর্ণ শিকল, দেখে হাদী হয় ব্যাকুল,
পায়েতে নুপুর বোল, নাচে ঝুন ঝুন ঝুন খঞ্জনী।
♦️ খলিফায়ে গাউসুল আজম শাহসূফী আল্লামা সৈয়্যদ আবদুল হাদী কাঞ্চনপুরী (রাদ্বি.) রচিত রত্নসাগর হতে ♦️
🎤 কন্ঠ: মুহাম্মদ আবু তাহের
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: