জুরিখের ভ্রাম্যমাণ কনস্যুল সেবা অক্টোবর ১৯, ২০২৪।
Автор: Baki Ullah Switzerland
Загружено: 2024-10-19
Просмотров: 147
প্রায় দেড়শোর মতো প্রবাসী বাংলাদেশী আজ সেবা নিয়েছেন জুরিখের ভ্রাম্যমাণ কনস্যুল সার্বিস থেকে।
৪৩ জনের কাছ থেকে নেয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট, মুখচ্ছবি,চোখের মনির ছবি সহ ড্যাটা। সেবার মধ্যে ছিল উল্লেখ সংখ্যক নো ভিসার কাজ। আরো গুছিয়ে করলে কর্মসূচিটি আরো বেশি ফলপ্রসু হবে। যেমন সিরিয়াল মেইনটেইন করা। অযথা ভিড়ভাট্টা না করা।দরকারী কাগজপত্র সাথে রাখা। ফর্মসমূহ নির্ভূল পূরণ করা।ফি আলাদা আলাদা প্রদান করা।ছবি সঙ্গে আনা। ফেরত খাম এবং ডাকটিকেট সাথে আনা।
আশা করছি অভিজ্ঞতা আমাদের আগামীর সেবাকাজটি আরো সহজ করবে। বিশেষ ভাবে ধন্যবাদ রইলো মিশনের কর্মকর্তাদের জন্য। তাদের অক্লান্ত পরিশ্রম আমরা প্রতক্ষ্য করেছি। দুপুরে খাবার সময়টি পর্যন্ত তারা পাননি।
আবারো ধন্যবাদ এবং সকলের চাওয়া এই কনস্যুল সেবাটি নিয়ম মাফিক অভ্যাহত রাখা। কাজের চাপ কমাতে আরো বেশি সংখ্যক সার্বিস চালু করা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: