লা জবাব LADAKH | পর্ব ৯ | BACTRIAN CAMEL SAFARI | TURTUK VILLAGE | INDIA'S LAST VILLAGE THANG |
Автор: My Street Journal
Загружено: 2023-09-03
Просмотров: 91
আজকের দ্রষ্টব্য:
01:48 হুন্ডার স্যান্ড ডিউনস এ bactrian camel safari
05:47 Shoyok নদী ভিউ পয়েন্ট
06:30 Largiap ব্রীজ
08:48 Turtuk গ্রাম
10:12 King's Landing Restaurant
11:19 Baltisthani খাবার
12:35 থাং গ্রাম - পাকিস্থান বর্ডার
15:52 Astrophotography
আজকে সকাল থেকে আবহাওয়া একটু ভালো হলো। বৃষ্টি পড়ছে না। সকাল থেকে সূর্যদেব একবার মুচকি হাসি ও দিয়ে গেলেন। কিন্তু তার পর থেকে আবার ঘনঘোর মেঘ এর ভ্রুকুটি। যেহেতু আগের দিন camel safari করতে পারিনি, তাই আজ সকালে একবার ট্রাই নিয়ে দেখার জন্যে আবার একবার গেলাম hunder sand dune এ।
কপাল ভালো ছিল এবার। অবশেষে এসেছে বহু প্রতীক্ষিত bactrian উট। টিকিটের মূল্য মাথা পিছু 350 টাকা। সাফারির সময় বেশি জোর হলে 15 মিনিট। সাদা বালিয়াড়িতে এক চক্কর ঘুরিয়ে আবার স্টার্টিং পয়েন্ট এ এনে ছেড়ে দেয়। বেশ সোনার কেল্লা র উট বনাম ট্রেন সিন এর মত অনুভূতি হচ্ছিল।
এমনিতে মরুভূমি বলতে আমরা বুঝি দিগন্ত বিস্তৃত হলুদ বালির পাহাড়। ঝা ঝা রোদ্দুর। উষ্ণ শুষ্ক আবহাওয়া। তার মধ্যে চলে যাচ্ছে উট এর দল। এখানে কিন্তু সেই দৃশ্যের একেবারেই বিপরীত ছবি। হলুদের বদলে সাদা বালি, ঝা ঝা রোদ্দুরের বদলে মেঘ এর ঘনঘটা, সূর্যের দেখা নেই। প্রচন্ড গরমের বদলে মাঝে মাঝেই আসছে হাড় কাঁপানো ঠাণ্ডা হাওয়া। আর উটের একটা কুঁজের বদলে দুটো কুঁজ।
সাফারির পর hunder এর বিভিন্ন ড্রাইভার দের সাথে কথা বলে জানতে পারলাম pangong লেকের রাস্তা খুলেছে কিনা অনিশ্চিত। দুপুর 1টার পর জানা যাবে। ওদিকে বৃষ্টির জন্যে তুর্তুকে যে গাড়ি গুলো আটকে ছিল সেগুলো এক এক করে hunder এ ফিরতে শুরু করলো। তাই আমরা ঠিক করলাম যে সেদিন pangong এর রাস্তায় গিয়ে আটকে পড়ার ঝুঁকি না নিয়ে turtuk গ্রাম যাবো তার সাথে থাং গ্রামেও যাবো। রাত্রিবাস করবো ডিস্কিট এ। পরের দিন pangong লেক যাবার চেষ্টা করা যাবে রাস্তার কি হাল থাকে দেখে।
তো বেরিয়ে পড়লাম hunder থেকে তুর্টুক এর উদ্দেশ্যে। Hunder থেকে টুর্তুক 85 কিলোমিটার। সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। পাশে বয়ে চলে শয়ক নদী। অসাধারণ সুন্দর রাস্তার দু পাশের প্রাকৃতিক দৃশ্য। কিন্তু রাস্তায় জায়গায় জায়গায় পাথর পড়ে রাস্তা ভেঙে গেছে। অনেক জায়গাতেই এখনও অল্প পাথর পড়ে আছে।
প্রথমেই একটা ভিউ পয়েন্ট এ দাড়ালাম। Shoyok নদীর অববাহিকার ভিউ পয়েন্ট। একটা দুর্দান্ত পানোরামিক ভিউ দেখা যায় এখন থেকে।
যদিও রাস্তার জায়গায় জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছে করছিল কিন্তু দেরি হয়ে যাবে বলে চলন্ত গাড়ি থেকেই দৃশ্য উপভোগ করে চলতে লাগলাম। এর পরে দাঁড়ালাম লারগিয়াপ ব্রীজে। স্থানীয়রা বলেন রক ব্রিজ। এখানে কোনো নাম না জানা পাহাড়ি ঝর্না বরফ গলা জল বয়ে নিয়ে চলেছে শোয়ক নদীতে মিশবে বলে। জলের রঙ নীলচে সবুজ।
অবশেষে পৌঁছলাম তুরটুক গ্রামে। Turtuk গ্রাম টা খুবই ছোট্ট। কিন্তু প্রকৃতি অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছে। নীল আকাশ, সাদা বরফে মোড়া পর্বত চূড়ার পটভূমিকায় সোনালী শস্য ক্ষেত ও সবজে নীল রঙের জল নিয়ে কল কল করে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্না সমেত তুরতুক গ্রাম যেনো ক্যালেন্ডারে বাঁধানো কোনো ছবি। এখানকার ইতিহাস কিছুটা এই রকম।
Turtuk baltishan region এর মধ্যে পড়ে যার প্রায় পুরোটাই পাকিস্তানের মধ্যে পাঁচটা গ্রাম বাদ দিয়ে। তুর্টুক্, bogdang, chalunka, tyakshi , dhothang। এর মধ্যে bogdang1948 থেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড লাদাখের অংশ ছিল। বাকি চারটে গ্রাম 1971 এর আগে অব্দি পাকিস্তানের মধ্যে ছিল।
একাত্তরের যুদ্ধের পর তুর্তুক সহ বাকি গ্রামগুলো ভারতের মধ্যে আসে। ২০১০ সাল থেকে ট্যুরিজম চালু হয়।
এখানে ঠিক করে রেখেছিলাম যে বালতি খাবার খাবো। মানে বালতি বালতি খাবার খাবো এই নয়। Baltisthani cuisine এর খাবার খাবো। সেই মত একটা রেস্তোঁরা তে ধুঁ মারলাম। এখানে ট্রাই করলাম বালতি ডিশ moskot। এটাকে buckwheat দিয়ে বানানো pan cake বলা যেতে পারে। সাথে চাটনি টা বানানো হয়েছে আখরোট গুঁড়ো করে তার সাথে পেঁয়াজ থেঁতো করে সাথে অল্প কাঁচা লঙ্কা মিশিয়ে। সময়ের অভাবে র জন্যে বালতি মিউজিয়াম টা দেখা গেলো না।
আমরা রওনা দিলাম থাং গ্রামের উদ্দেশ্যে।
থাং তুর্তুক্ থেকে 10 কিমি দূরে। Turtuk থেকে 7 কিমি দূরে tyakshi গ্রামে আমাদের গাড়ির নম্বর নোট করে নিল। থাং গ্রামে বিদেশি দের যাওয়া নিষেধ।
থাং গ্রামে যেতে অনেক বাংকার চোখে পড়লো।
থাং আর ফার্নু দুটি পাশাপাশি গ্রাম। 1971 এর যুদ্ধের পর যখন লাইন অফ কন্ট্রোল টানা হয় তখন দুটি গ্রাম ভাগ হয়ে যায়। অনেকেই নিজের পরিবার, বন্ধুর থেকে আলাদা হয়ে যান এর ফলে।
থাং গ্রাম দেখে আমরা ফেরার পথ ধরলাম। আবহাওয়া অনেকটাই ভালো হয়ে এসেছে এতক্ষনে। মনোমুগ্ধকর দৃশ্য সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল।
ফেরত এলাম লাদাখ ইকোটেল এ। আগে থেকে Namgial জী র সাথে কথা বলে রেখেছিলাম তাই রুম পেতে অসুবিধা হয়নি। আজকে আকাশ পরিষ্কার বলে Namgial জি bonfire এর ব্যবস্থা করলেন। পুদিনা পাতা দিয়ে বানানো চা আর গরম গরম ভাজা পকোড়া দিয়ে সন্ধ্যে টা জমে উঠলো।
রাত্রে Namgial জি নিজে হাতে আমাদের জন্যে চিকেন এর একটা ডিশ আর স্থানীয় লাদাখি একটা ডিশ বানিয়ে সার্ভ করলেন। নাম টাঙতুর । দই আর পেঁয়াজ পাতা নিয়ে বানানো একটা ডিশ।
নৈশাহারের পর আকাশ পরিষ্কার দেখে একটু astrophotography করার লোভটা সামলাতে পারলাম না।
এই ভাবেই কেটে গেলো আজকের দিনটা।
Ladakh ecotel garden guest house @ladakhecotel8733
Address: adjoining Sub District Hospital, Diskit, Ladakh 194401
+91 9596582028
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: