PATRATU VALLEY || পাত্রাতু ভেলি || ঝাড়খণ্ডের বিশেষ আকর্ষণ full vlog with
Автор: Achena Porshi
Загружено: 2025-06-24
Просмотров: 199
PATRATU VALLEY || পাত্রাতু ভেলি || ঝাড়খণ্ডের বিশেষ আকর্ষণ full vlog with @achenaporshi
আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের এক বিশেষ আকর্ষণ হল PAYRATU VALLEY , যেটা প্রত্যেকটি প্রকৃতিপ্রেমী মানুষের মন ঠিক করে দেবার মত জায়গা। প্রথমবার যখন জায়গাটির নাম শুন ছিলাম, তখন অনেকটা সেই মিশরীয় সভ্যতা নামকরণ বলে মনে হয়েছিল, কিন্তু পরে যখন সার্চ করে দেখলাম জায়গাটির সত্যিই একটা সুন্দর জায়গা, যারা বিশেষভাবে একা কিছু সময় প্রকৃতির মাঝে পাখির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চাও, তাদের জন্য এই জায়গাটি আমরা বিশেষ। আর যারা আশেপাশের রাজ্যের মধ্যে সুন্দর জায়গাগুলো দেখতে চাও আমি বলব তার ব্রাকেট লিস্টে এই ভ্যালিরও নাম লিখে রাখা ভালো, আশেপাশে আরো অনেক সুন্দর জায়গা আছে ঝাড়খন্ডে ঘুরে দেখার। কখনো যদি রাঁচি র আশেপাশে এসেছ, তাহলে এই জায়গাটা ঘুরে দেখতেই পারো, মোটামুটি রাঁচি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এই জায়গাটি। চারদিকের পরিবেশ ও পাক পাখালি শব্দ মনটাকে একটা অন্য জগতে নিয়ে চলে যাবেই। তাই মন ভালো করতে একবার অবশ্যই ঘুরে এসো। আর আমার ব্লগিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলোনা, আর তোমাদের লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে ভুলো না যেন, আর এরকমই অনেক কিছু জায়গার খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে জুড়ে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।
অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে। 🫰🙏
#patratu_valley #patratu_dam #patratuvalley #patratughati #patratudam #jharkhand #jharkhandnews #tourism #tourist #touristplace #ranchi
Music: Early Hours
Musician: @iksonmusic
Video edited by InShot 💝
Thank you so much do like and subscribe 🤞🥰😍
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: