মুসলিম স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন সাড়ে ৫শ' বছরের পুরনো দারাসবাড়ি মসজিদ || Darasbari Mosque
Автор: Salahuddin Sumon
Загружено: 2022-04-13
Просмотров: 217890
ঐতিহাসিক অনুসন্ধানের সময় আবিষ্কৃত একটি আরবী শিলালিপি অনুযায়ী, ১৪৭৯ খ্রিষ্টাব্দে সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে চাঁপাইনবাবগঞ্জের দারাসবাড়ি মসজিদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এই মসজিদের নাম দারাস বাড়ী ছিল না। নাম ছিলো ফিরোজপুর জামে মসজিদ। ১৫০২ খ্রিষ্টাব্দে যখন সুলতান হোসেন শাহ্ দারাসবাড়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, তখন এ অঞ্চলটি দারাসবাড়ী নামে প্রসিদ্ধ হয়। এরপর ফিরোজপুর জামে মসজিদ নাম হারিয়ে দারাসবাড়ী নাম ধারণ করে।
চারপাশে এমনই বিশাল আমবাগান আর মাঝখানে মসজিদ। দীর্ঘদিন মাটিচাপা পড়েছিল এ মসজিদ। সত্তর দশকের প্রথমভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যাক্ত হয়েছে।
ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র দুই অংশে বিভক্ত। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখন কোলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]
#দারাসবাড়ি_মসজিদ #চাঁপাইনবাবগঞ্জ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: