“আর কতদিন মা-বাবার টাকায় খাবে? এখনই পড়াশোনায় মন দাও!”
Автор: Motivation mastery BD
Загружено: 2025-09-15
Просмотров: 267
আর কতদিন মা-বাবার টাকায় খেয়ে যাবে? ভাবো তো—তারা তোমার জন্য কত কষ্ট করছে, ঘাম ঝরাচ্ছে, তবুও কিছু বলে না।
তারা শুধু চায় তুমি একদিন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, নিজের স্বপ্ন পূরণ করো, আর তাদের মুখে হাসি ফোটাও।
কিন্তু তুমি যদি এখনই পড়াশোনায় মনোযোগ না দাও, সময় নষ্ট করতে থাকো, তাহলে সেই স্বপ্ন কখনোই সত্যি হবে না।
তুমি আজ যে সময়টা বইয়ের পিছনে দিচ্ছো না, সেটাই ভবিষ্যতে আফসোসে পরিণত হবে।
তাই আজ থেকে ঠিক করো—অন্য কারো জন্য নয়, শুধু নিজের আর মা-বাবার জন্য পড়াশোনায় মনোযোগ দেবে।
কারণ জ্ঞান আর পরিশ্রমই তোমাকে সফলতার পথে নিয়ে যাবে।
মা-বাবার টাকায় যতদিন খরচ করবে, ততদিন পিছিয়ে পড়বে। কিন্তু যখন নিজের আয় হবে, নিজের দক্ষতায় কিছু অর্জন করবে, তখনই আসল স্বাধীনতা অনুভব করবে।
👉 মনে রাখো: পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং নিজের জীবন গড়ার জন্য।
আজ থেকেই শুরু করো, স্বপ্ন বড় রাখো, আর প্রমাণ করে দেখাও যে তুমি পারো।
#MotivationBangla #StudentMotivation #পড়াশোনা #Success #মা_বাবা #MotivationalVideo
  / 17h5gtxmh5                  
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                
Информация по загрузке: