বাঙালি জাতির উৎপত্তি কিভাবে হলো? ৷৷ GK পর্ব - ০১ ৷৷ সাধারণ জ্ঞান
Автор: Admission Drill (নির্ভর গ্রুপ)
Загружено: 2025-08-06
Просмотров: 707
বাঙালি জাতির উৎপত্তি কিভাবে হলো?
💡কনসেপ্ট :
প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের পরাজিত করে বাংলায় প্রবেশ করে। অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে ধারণা করা হয়। এদের 'নিষাদ জাতি' নামেও অভিহিত করা হয়। অস্ট্রিক গোষ্ঠীর অন্যতম দুটি ভাষা মুণ্ডা ও খাসি। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে দ্রাবিড় জাতি খাইবার গিরিপথ দিয়ে বাংলায় প্রবেশ করে। এবং তারা সভ্যতায় উন্নততর বলে অস্ট্রিক জাতির উপর আধিপত্য বিস্তার করে। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আর্যপূর্ব বাঙালি জাতি। অর্থাৎ বাংলার প্রাচীন জাতি অস্ট্রিক ও দ্রাবিড় নরগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। নৃতাত্ত্বিকভাবে এরা আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে মঙ্গোলীয়দের বাংলায় আগমন ঘটে। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গোলয়েড। খ্রিষ্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে আর্যগণ উপমহাদেশে প্রথম আগমন করে। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল বর্তমান মধ্য-এশিয়ার ইরান থেকে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে আর্যগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। উপমহাদেশে আগমনের অন্তত ১৪০০ বছর পরে খ্রিষ্টপূর্ব প্রথম শতকে (খ্রিষ্টপূর্ব ১০০ সাল থেকে ১ সালের মধ্যে) বঙ্গ ভূখণ্ডে আর্যদের আগমন ঘটে। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। এদের ভাষা ছিল বৈদিক। খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীতে সেমীয় গোত্রের আরবীয়গণ ধর্মপ্রচার ও বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। পরবর্তীতে এর সাথে ইউরোপীয় জনগোষ্ঠীও মিশে যায়। তাই বাঙালিকে সংকর জাতি বলা হয়।
🔓 এই ক্লাসের বিস্তারিত ধারণা : https://nirvor.net/e-study
📝 এই টপিকে পরীক্ষা দিতে ভিজিট করুন : https://nirvor.net/online-exam
----------------------------------------------------
#সাধারণ_জ্ঞান #জিকে #gk
#gk_class #b_unit
gk class,b unit gk class,admission gk class,gk topic based class,সাধারণ জ্ঞান,gk one shot class,b unit g class playlist,gk class playlist,gk playlist
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: