খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণ । মাএ ৯০০ টাকায় ঘুরে আসুন সাজেক ।
Автор: Global Travel
Загружено: 2025-07-11
Просмотров: 396
খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণ । মাএ ৯০০ টাকায় ঘুরে আসুন সাজেক ।
খাগড়াছড়ি শহর থেকে শুরু আমাদের এই স্বপ্নযাত্রা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একের পর এক সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ যেন হাতছানি দিয়ে ডাকছে। পথে যেতে যেতে চোখে পড়ে ত্রিপুরা, মারমা আর লুসাই জাতির পাহাড়ি জনপদ। পাহাড়ের বুক চিরে বানানো রাস্তা, পাশে ঝরনা আর গা ছমছমে গভীর বনজঙ্গল — প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করে রাখার মতো!
চাঁদের গাড়িতে জনপ্রতি ভাড়া ৯০০ টাকা অবশ্যই শেয়ারে যেতে হবে।
সিএনজিতে ভাড়ার জন প্রতি ২০০০ টাকা সিএনজিতে একটা সুবিধা আছে তুমি চাইলে রাস্তা যে কোন জায়গায় দাঁড়িয়ে ভিডিও ছবি তুলতে পারো
মোটরসাইকেলে অপরূপ দৃশ্যটি সবচাইতে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। যেখানে রাখবে সেখানে অবশ্যই দল বেঁধে রাখতে হবে।
অবশ্যই আপনাকে সেনাবাহিনী ছাড়পত্র নিয়ে যেতে হবে
সাজেক বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা চাদরে মোড়ানো
⛰️ দীঘিনালা পেরিয়ে গঙ্গারামপুর চেকপোস্ট — এখানে কিছু সময় অপেক্ষার পর মিলল সাজেকের পথ। যত উপরে উঠছি, ততই পাহাড়ের রূপ বদলাচ্ছে। কখনো মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে, কখনো রোদে ঝলমল করছে চারপাশ।
🏕️ অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের সাজেক ভ্যালি। এখানকার মেঘমালা, পাহাড়ের বুকে গড়ে ওঠা কাঠের কটেজ, আর সূর্যোদয়ের অপার্থিব দৃশ্য — সবকিছু যেন অন্য জগৎ!
এই ভিডিওতে আপনাকে দেখাবো খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পুরো যাত্রাপথ, রাস্তাঘাট, খাবার, পাহাড়ি সংস্কৃতি ও প্রকৃতির এক অভাবনীয় রূপ।
📌 এই ভিডিওতে যা যা থাকছে:
খাগড়াছড়ি শহর থেকে সাজেক যাওয়ার পূর্ণ পথ
রাস্তাঘাট ও পাহাড়ি দৃশ্য
সাজেকের আবাসন, খাবার ও সূর্যোদয়
ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: