সবাই নিমপাতা, Dev একা তুলসিপাতা 🤣
Автор: Arpan Parui Official
Загружено: 2025-12-28
Просмотров: 1761
সবাই নিমপাতা, Dev একা তুলসিপাতা 🤣
#dev #controvarsy #arpanparuiofficial #tollywood #empa #impa #prosenjitchatterjee #youtube
একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ স্ক্রিনিং কমিটির বৈঠকে উঠে এল বড়সড় ফাটলের ছবি।
১. দেবের অনাস্থা: কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, সুপারস্টার তথা সাংসদ দেব (Dev) বর্তমান স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই। তিনি ভোটাভুটিতে অংশ নেননি এবং বৈঠকে উপস্থিতও ছিলেন না।
২. কারণ কী? যদিও দেব নিজে কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে—বড়দিনে ‘প্রজাপতি ২’ (Projapoti 2) রিলিজের সময় হল পাওয়া নিয়ে যে ‘লড়াই’ করতে হয়েছে এবং বন্ধুদের সাথে এই প্রতিযোগিতায় তিনি যে ব্যথিত, তার ছায়াই পড়েছে এই সিদ্ধান্তে।
৩. কমিটির পাশে কারা? প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রানা সরকার-সহ ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেকহোল্ডাররা কমিটিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
৪. বড় সিদ্ধান্ত (নতুনদের সুযোগ): বৈঠকে আলোচনা হয়েছে যে, সবসময় বড় স্টারেদেরই ‘প্রাইম ডেট’ বা উৎসবের দিনগুলো দখল করে রাখা উচিত নয়। নতুন প্রযোজক ও পরিচালকদের উৎসাহ দিতে বড়দের উচিত মাঝে মাঝে জায়গা ছেড়ে দেওয়া।
◾অন্যান্য ইস্যু:
▪️সমাজমাধ্যমে চিত্রনাট্যকার বা কলাকুশলীদের কুরুচিকর আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে (জিনিয়া সেন প্রসঙ্গ)।
▪️সিনেমার ব্যবসার ভুয়ো তথ্য ছড়ানো এবং রেটিং ম্যানিপুলেশন বন্ধ করতে কড়া পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।
▪️বড়দিনের আগে নবীনা সিনেমার সামনে গোলমালের ঘটনাতেও কমিটি উদ্বিগ্ন।
🔴 টলিউডে ফের ‘রিলিজ ডেট’ আর ‘স্ক্রিন পলিটিক্স’ নিয়ে ঠান্ডা লড়াই শুরু। দেবের এই দূরত্ব কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? উত্তর দেবে সময়।
#TollywoodUpdate #Dev #ScreeningCommittee
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: