|| Ogo moner dorja kholo | Ratan Malik | Sujit Saha | Sudipta Biswas | Sujit Musical Tv ||
Автор: Sujit Musical Tv
Загружено: 2025-03-11
Просмотров: 30
Ogo moner dorja kholo
Singer: Ratan Malik
Lyricist : Sudipta Biswas
Compose & Music Arrangement: Sujit Saha
Mix & Master : Sujit Saha
Video Production:
CUTS ADS AGENCY
Lyrics:
নিঃশব্দে তোমার চোখে
মিশেছে আমার মন,
স্বপ্নে আমি হারিয়ে গেছি,
তোমার রং-মিলন।
তোমার হাসির সুরে
আলোর ঝিলিক আসে,
আমার যা কিছু সব,
তোমার মাঝে ভাসে।
ও গো তুমি, চাঁদের আলো,
তুমি হাওয়া, তুমি বাতাস,
এ মন তোমার জন্য বাঁচে,
আমি একলা পথিক দাঁড়িয়ে আছি,
মনের দরজা খোলো।
ওগো, মনের দরজা খোলো।
বসন্তের হাওয়া আসে,
তোমার চোখে ভাসে,
হৃদয় প্রেমের বীণা।
বসন্তের রঙে রাঙা,
তোমার হৃদয় খানি,
ফুলে ফুলে তোমার গন্ধে,
বসন্ত সাজ সাজে।
নুপুরের ওই ঝংকারেতে,
হৃদয় বীণার মাঝে।
প্রেমের পরশে মিশেছে আজ।
পলাশ ফুলের গন্ধ।
তোমার হাতে এনে দেবো,
আকাশের ওই চন্দ্র।
ভালোবাসার এই ধরিত্রীতে,
পাশে থেকো ওগো প্রিয়।
ইচ্ছে থাকলে সারা জীবন,
এভাবেই কাটিয়ে দিও।
ও হো হো হো ওগো তুমি
চাঁদের আলো, তুমি হাওয়া
তুমি বাতাস।
এ মন তোমার জন্য বাঁচে।
আমি একলা পথিক দাঁড়িয়ে আছি।
ওগো তুমি চাঁদের আলো,
তুমি হাওয়া, তুমি বাতাস।
এ মন তোমার জন্য বাঁচে।
আমি একলা পথিক দাঁড়িয়ে আছি
মনের দরজা খোলো।
ওগো মনের দরজা খোলো।
© & ℗ 2024 Sujit Musical Tv. All Rights Reserved.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: