অনেক দিনের ইচ্ছা আজকে পুরন হইলো/সীতাকুন্ড পাহাড় sitakunda pahar/chandranath mondir/চন্দ্রনাথ ধাম🙏
Автор: Avishek Dev Rajon
Загружено: 2024-08-11
Просмотров: 130
অনেক দিনের ইচ্ছা আজকে পুরন হইলো/সীতাকুন্ড পাহাড় sitakunda pahar/chandranath mondir/চন্দ্রনাথ ধাম🙏
Hi, I am Avishek Dev Rajon. I was born and raised in Mymensingh,Bangladesh.
I love to travel and explore. , I enjoy travelling with friends, riding bikes, making films. I upload videos about my life, travelling, riding bike, whatever I could catch on my camera that I can share.
I share these in my channel. I want to built a family by Through this platform. How did you feel, please comment.
Thanks for witching video.🙏🙏
Stay safe,stay connected
Device : phone- Samsung Galaxy A21s
Edit o phn dia kori
🔥🔥Mail for Sponsorship & Business purposes: [email protected]
Follow me on Instagram / adrrajon_s1999
Follow me on Facebook : https://www.facebook.com/adr.rajon?mi...
চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুন্ডে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক স্বর্গ। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত। সীতাকুণ্ডের পূর্ব দিকে চন্দনা পাহাড় আর পশ্চিমে সমুদ্র। ইতিহাস থেকে জানা যায়, নেপালের এক রাজা পৃথিবীর পাঁচগুণ আয়তনের পাঁচটি শিব মন্দির নির্মাণের স্বপ্ন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানের ভুটানাথ, মহেশখালীর আদিনাথ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস থেকে জানা যায়, মহা মণি ভর এখানে জানাজায় বসবাস করতেন, অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র বনবাসের সময় এখানে এসেছিলেন এবং তাদের স্নানের জন্য তিনটি পুকুর তৈরি করেছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন যে তারা আসবেন এবং তাঁর স্ত্রী। রামচন্দ্রের সফরের সময় সীতা এই পুকুরে স্নান করেছিলেন, তাই নাম সীতাকুণ্ড। এই চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের সীতাকুণ্ডের কাছে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। এই চন্দ্রনাথ মন্দিরটি খুবই বিখ্যাত শক্তিপীঠ সীতাকুণ্ড একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এই চন্দ্রনাথ মন্দিরটি হিন্দু শাস্ত্র অনুসারে এখানকার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে দেবী সতীর হাত ছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি বা সেবাত্রীর দশম দিনে একটি বিশেষ পূজা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসরত হিন্দু ধর্মালম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাসে একটি বিশাল মেলার আয়োজন করে যাতে বর্তমান দেশের অনেক সাজু সন্ন্যাসী নারী-পুরুষ অংশগ্রহণ করে। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে। এই চন্দননাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের সীতাকুণ্ডের কাছে চন্দননাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। রাজমালা অনুসারে, প্রায় 800 বছর আগে, ত্রিপুরার শাসক ধানমাণিক্য গৌড়ের বিখ্যাত আদি সুরের বংশধর চন্দ্রনাথকে ফল পথে বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই মন্দির থেকে শিব মন্দিরকে তার রাজ্যে সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় ব্যর্থ হন। বিভিন্ন তথ্যানুযায়ী এখানকার ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। প্রাচীন নবপ্রস্তর যুগে সীতাকুণ্ডে মানুষ বসবাস শুরু করে বলে ধারণা করা হয়। hs থেকে যতদূর জানা যায়, ৬ষ্ঠ ও ৭ম শতাব্দীতে সমগ্র চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল। পরবর্তী শতাব্দীতে, এই অঞ্চলের শাসন সম্রাট ধর্মপালের হাতে চলে যায়। এরপর ১৩৪০ খ্রিস্টাব্দে সোনারগাঁও সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এই অঞ্চল দখল করেন। পরবর্তীতে, 1538 খ্রিস্টাব্দে, বাংলার সালতানাতের শেষ সুলতান গিয়াস উদ্দিন মোঃ এর কাছে সুর রাজবংশের শেষ পরাজয় ঘটে।
#sitakundachandranathpahar #chandranathpahar #sitakundatour #TravelSitakundaofChattagonginBangladesh #sitakundatourplace #চন্দ্রনাথ_পাহাড় #ChandranthAdventure #sitakundavlog #chandranathhill #chandranathtemple #chandranathmondir #চন্দ্রনাথ_পাহাড়_কিভাবে_যাবেন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: