টাকি ভ্রমণ অভিজ্ঞতা | ট্রেন, নৌকা, খাবার সব মিলিয়ে | Taki Day Trip । Vlog - 104
Автор: ABC Bittu
Загружено: 2025-12-20
Просмотров: 68
শিয়ালদহ থেকে টাকি | একদিনে কম খরচে দুর্দান্ত ট্রাভেল ভ্লগ
নমস্কার বন্ধুরা 🙌
আজকের ভ্লগে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কলকাতার খুব কাছেই এক সুন্দর সীমান্ত শহর টাকি। যারা অল্প সময়ে, কম বাজেটে একটা ভালো ডে-ট্রিপ করতে চান, তাদের জন্য টাকি একদম পারফেক্ট জায়গা।
🚆 যাত্রা শুরু
আমাদের যাত্রা শুরু শিয়ালদহ স্টেশন থেকে।
শিয়ালদহ থেকে টাকি রোড স্টেশন যাওয়ার ট্রেনের টিকিট লেগেছে মাত্র ২০ টাকা। লোকাল ট্রেনে বসে জানালার বাইরে সবুজ গ্রামবাংলার দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম, বুঝতেই পারিনি।
🛺 টাকি লোকাল সাইটসিয়িং
টাকি রোড স্টেশন থেকে নেমে আমরা টোটো নিয়েছিলাম। পুরো টাকি ঘোরার জন্য টোটো ভাড়া পড়েছে ১০০ টাকা। এই টোটোতেই আমরা ঘুরে দেখেছি—
জোড়া শিব মন্দির
জেনারেল কর্নেল সাহেবের বাড়ি
ব্রিটিশ আমলের নলকূপ
মিনি সুন্দরবন
রাজবাড়ি ঘাট
প্রতিটা জায়গারই আলাদা একটা ইতিহাস আর শান্ত পরিবেশ আছে, যেটা শহরের ব্যস্ততা থেকে একদম আলাদা অনুভূতি দেয়।
🚤 নৌকাভ্রমণ
এরপর আমরা নৌকায় উঠলাম।
নৌকা ভাড়া ছিল ১০০ টাকা প্রতি হেড। নৌকায় করে আমরা তিন নদীর মোহনা পর্যন্ত ঘুরে এলাম। নদীর বুক চিরে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। এখানকার হাওয়া আর জল—দুটোই মনটা ভরিয়ে দেয়।
🍽️ খাওয়া-দাওয়া
ঘোরাঘুরির ফাঁকে খাওয়া-দাওয়ার জন্য আমার খরচ হয়েছে মোটামুটি ১৪০ টাকা। একেবারে সাধারন কিন্তু মনভরানো খাবার।
🏛️ আরও ঘোরার জায়গা
এখানে বলে রাখা ভালো, টাকিতে আরও অনেক ঘোরার জায়গা আছে। বেশ কিছু পুরনো মন্দির রয়েছে, যেগুলো ঘোরার মতোই। তবে আমার হাতে সময় কম থাকায় সেগুলো ঘুরে দেখা হয়ে ওঠেনি।
টাকিতে কিছু রিসোর্টও আছে। যারা রিসোর্টে থাকবেন, তাদের জন্য সেগুলো ঘুরে দেখা ঠিক আছে। কিন্তু হাতে সময় কম থাকলে শুধুমাত্র রিসোর্ট দেখার জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। বরং সেই সময়টা পুরনো মন্দির, ঐতিহাসিক জায়গা আর নদীঘাটগুলো ঘুরে দেখতেই ভালো।
🚆 ফেরা
সব ঘোরাঘুরি শেষে আমরা আবার টাকি রোড থেকে শিয়ালদহ ফিরে এসেছি, ফেরার টিকিটও ছিল মাত্র ২০ টাকা।
💰 মোট কথা
খুব কম খরচে, একদিনে, প্রকৃতি আর ইতিহাসের ছোঁয়া পেতে চাইলে টাকি নিঃসন্দেহে দারুণ একটা জায়গা।
যদি তোমাদের এই ভ্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই Like, Comment আর Subscribe করতে ভুলো না ❤️
আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে…
#TakiTour
#SealdahToTaki
#TakiTravelVlog
#TakiOneDayTour
#BudgetTravel
#BanglaTravelVlog
#WestBengalTourism
#WeekendTrip
#IchamatiRiver
#NearKolkata
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: