AWD Technology in Rice Cultivation | Save Water & Climate Resilient | BURO Bangladesh – SMAP Project
Автор: BURO Bangladesh
Загружено: 2025-10-15
Просмотров: 159
AWD (অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানো) ধানের জন্য একটি সাশ্রয়ী সেচ পদ্ধতি, যেখানে একটি ১০ ইঞ্চি পিভিসি পাইপ ব্যবহার করে জমিতে পর্যায়ক্রমে পানি দেওয়া ও শুকানোর মাধ্যমে পরিমিত সেচ নিশ্চিত করা হয়। এতে, ভূগর্ভস্থ পানির অপচয় না করেই ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়।
এই পদ্ধতিতে ১০ ইঞ্চি পিভিসি পাইপের ৬ ইঞ্চি ছিদ্রযুক্ত অংশ মাটির নিচে থাকে। চারা রোপণের ১২-১৫ দিনের মধ্যে জমিতে চারটি ধানের গোছার মাঝখানে AWD পাইপ বসিয়ে পাইপের তলা পর্যন্ত মাটি তুলে নিতে হয়।
একবার সেচ দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত পাইপের তলায় বা ভিতরে পানি দেখা যাবে, ততক্ষণ নতুন করে সেচের প্রয়োজন হয় না। ধানের থোড় আসা পর্যন্ত এভাবে সেচ দেওয়া হয়। ধানের ভালো ফলন পেতে হলে থোড় আসা থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত জমিতে হালকা পানি রাখতে হবে।
AWD প্রযুক্তি ব্যবহারে বোরো ধানে সাধারণত ২৫-৩০% পর্যন্ত পানি সাশ্রয় হয় তবে মাটির ধরনের উপর ভিত্তি করে কিছু ক্ষেত্রে ৫০ ভাগ পর্যন্ত পানি সাশ্রয় করা যায়, যার ফলে সেচ খরচ কমে যায় এবং গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস পায়। মোঃ ইয়াসিন আহমেদ এই পদ্ধতি সফলভাবে প্রয়োগ করে কম সেচে ও সাশ্রয়ী খরচে ভালো ফলন পেয়েছেন, যা দেখে আশেপাশের কৃষকরাও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন।
বুরো বাংলাদেশ— এসএমএপি (SMAP) প্রকল্প
টেকসই কৃষি, নিরাপদ ভবিষ্যতের পথে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: