বাজরিগার পাখির ঠান্ডার চিকিৎসা| পাখি হা করে নিঃশ্বাস নেয় কেনো ? badgerigar Pakhir Thandar Treatment
Автор: পাখির ডাক্তার
Загружено: 2021-07-05
Просмотров: 119820
বাজরিগার পাখির ঠান্ডার চিকিৎসা || বাজরিগার পাখি হা করে নিঃশ্বাস নেয় কেনো ? || budgerigar Pakhir Thandar Treatment
#পাখিরঠান্ডারচিকিৎসা
#পাখিরডাক্তার
#বাজরিগারচিকিৎসা
বাজরীগার পাখির ঠান্ডা লাগাঃ
পাখিদের ঠান্ডা লাগা একটি সাধারন রোগ সব পাখিরি ঠান্ডা লাগতেই পারে।
ঠান্ডা লাগার কারনঃ
হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে, হঠাৎ বৃষ্টি হলে, বাতাসের আদ্রতার প্রমান বেরে গেলে, মোল্টিং বা পালক বদলানোর সময় বা পাখিকে সারা বাতাসের স্পর্শে রাখলে।
বাজরিগার পাখির ঠান্ডার লক্ষনঃ
পাখির ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে ও মাথা নাড়াতে থাকে এবং খুব জোরে মাথা নাড়ানোর সাথে সাথে নাক দিয়ে জলের মত সর্দি বেরতে থাকে। যেহেতু এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায় সেজন্য মুখ দিয়ে শ্বাস নেয়। চোখের উপর ও নিচের পাতা হুলে যেতে পারে, চোখের ভিতর পানি চলে আসে, চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে। খাবার প্রতি পাখির আগ্রহ কমে যায়।
বাজরিগার পাখির ঠান্ডার চিকিৎসাঃ
যে পাখির ঠান্ডা লেগেছে তাকে বাল্বের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে, জতক্ষন তার ঠান্দা লাগার উপসর্গগুলো দূর না হয় (তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের জাতে কম না হয়)। পাখিকে হাল্কা কুসুম গরম পানিতে মাল্টিভিটামিন এবং মধু দেয়া যেতে পারে। এছাড়া কিছু এন্টিবায়টিক ঠান্ডার জন্য দেয়া যেতে পারে যেমন- Enrofloxacin, Doxycycline 10%, Ciprofloxacin এই এন্টিবায়টিক গুলোর যে কোন একটি হাল্কা কুসুম গরম পানির সাথে (প্রতি ১ লিটারে ১ গ্রাম) মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। মেশানো পানি 5 ঘণ্টার বেশি রাখা যাবেনা । পাখির ঠান্ডা ভালো হওয়ার উপরে নির্ভর করে পাখিকে এই ঔষধ 5 থেকে 7 দিন খাওয়াতে হবে ।
পাখির রোগ বালাই - • বাজরিগার পাখির রোগ বালাই | চিকিৎসা | Budge...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: