#প্রিয়_বিবিজান
Автор: Golpo Vandar
Загружено: 2025-12-27
Просмотров: 938
#প্রিয়_বিবিজান
#দ্বিতীয়_পর্ব
#কলমে_সোনালিকা_আইজা
---"আমারে ছাইড়া দাও চাচি। আর মাইরো না। আমি মইরা যামু।"---"হারামজাদি! কত্ত বড় কলিজা তোর। আমার মুখের ওপর না করোস।"---"আমি তোমার সব কতা শুনমু চাচি। কিন্তু আমি বিয়া করমু না। আম্মারে ছাইড়া আমি কেমনে থাকুম? আমি আম্মার লগে থাকবার চাই। আমারে বিয়া দিও না চাচি। তোমার দুইখান পায়ে পড়ি।"
আপন চাচির পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে তনয়া। ছোট্ট দেহখানা আঘাতে আঘাতে জর্জরিত। মেয়েটার বয়স নিতান্তই কম। সবে বারো বছর পেরিয়ে তেরোতে পা দিয়েছে। বাবা হারা মেয়েটার একটাই সম্বল, তার মা। মা ছাড়া তার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। বাবাকে হারিয়েছে আজ থেকে চার বছর আগে। এরপর থেকে মা মেয়ের ঠাই হয় ভাসুরের ঘরে। অভাবের সংসারে যেখানে নিজেদের খরচ চালানো কঠিন। সেখানে আরও দুজন বাড়তি মানুষ উটকো ঝামেলা ব্যাতিত আর কিছুই না। তনয়ার চাচি শেফালি মোটেও পছন্দ করেন না মা মেয়েকে। শুধুমাত্র ছেলের জেদের জন্য দায়ে পড়ে ঘাড়ের ওপর বোঝা দুটোকে রেখে দিয়েছেন। চারটে বছরেই অধৈর্য্য হয়ে উঠেছেন তিনি।
#hearttouching #heart_touching_story #hearttouchingstory #motivation #newgolpo #golpovandar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: