সবচেয়ে বিপজ্জনক ১০ প্রাণী
Автор: Doinik Doshdik
Загружено: 2024-07-05
Просмотров: 32
‘বিবিসি সায়েন্স ফোকাস’ এর গবেষণা মতে মানুষের জন্য সবচেয়ে ‘বিপজ্জনক’ যে ১০ প্রাণী:
১০. সিংহ - সিংহ মানুষের জন্য প্রাণঘাতী দশ প্রাণীর তালিকার একেবারে তলানিতে। সিংহের আক্রমণে বছরে গড়ে ২০০ জনের মতো মানুষ মারা যায় এবং এর বেশিরভাগই আফ্রিকা মহাদেশে।
৯. জলহস্তী - মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরেই নাম রয়েছে জলহস্তীর। জল ও স্থলে এদের আক্রমণে আফ্রিকায় প্রতিবছর গড়ে প্রায় ৫০০ জন মানুষ অকালে প্রাণ হারান। ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে তিনগুণ বেশি গতিতে কামড় বসাতে পারে, যা একজন মানুষের শরীরকে দু’খণ্ড করার জন্য যথেষ্ট।
৮. হাতি - হাতি একজন মানুষকে পায়ের নিচে ফেলে বা শুঁড় দিয়ে আছড়েও মানুষ মেরে থাকে। মানুষের জন্য বিপজ্জনক প্রাণিগুলোর মধ্যে হাতির অবস্থান অষ্টম। হাতির আক্রমণে বছরে গড়ে প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়।
৭. কুমির - জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির। এদের আক্রমণে বছরে গড়ে এক হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া আরও কয়েকশ’ মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত, এমনকি পঙ্গুত্বও বরণ করে থাকেন।
৬. বৃশ্চিক বা কাঁকড়াবিছা - পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতিবছর গড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
৫. অ্যাসাসিন বাগ - মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখতে অনেকটা মশা-মাছির মতো এই প্রাণীকে কেউ কেউ ‘কিসিং বাগ’ নামেও ডেকে থাকেন। আকারে ছোট রক্তচোষা এই প্রাণীটি চাগাস রোগের জীবাণু ছড়ায়। চাগাস এমন একটি সংক্রামক রোগ, যাতে আক্রান্ত হয়ে প্রতিবছর ১০ হাজারেরও বেশি মানুষ মারা যান।
৪. কুকুর - মানুষের বিশ্বস্ত সঙ্গী কুকুরের কামড়ে প্রতিবছর সারা বিশ্বে গড়ে ৫৯ হাজার জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন।
৩. সাপ - বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে। পৃথিবীতে প্রতিবছর প্রায় ৫৪ লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় ৮১ হাজার থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।
২. মানুষ - পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য ‘বিপজ্জনক’ একটি প্রাণী। কেননা, মানুষের হাতেই প্রতিবছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য প্রাণ হারাচ্ছেন। আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর এই সংখ্যা বছরে ১২ লাখেরও বেশি।
১. মশা - মানুষের প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা সকল হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে। সারা বিশ্বে প্রতিবছর সাত লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন মশার কামড়ে আক্রান্ত হয়ে।
05 July 2024
www.facebook.com/doinikdoshdik

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: