নমরুদের আসল কাহিনী কি ছিল? | এমন পরিণতি কেন | হজরত ইব্রাহীম আঃ এর কাহিনী | alimimessage
Автор: ALIMI MESSAGE
Загружено: 2026-01-16
Просмотров: 32
নমরুদের আসল কাহিনী কি ছিল? | এমন পরিণতি কেন | হজরত ইব্রাহীম আঃ এর কাহিনী | alimimessage
ইতিহাস সাক্ষী আছে—
যখন শক্তি, রাজত্ব আর অহংকার একসাথে মানুষের অন্তরে বাসা বাঁধে, তখন সে নিজেকে সৃষ্টিকর্তার সমকক্ষ ভাবতে শুরু করে।
নমরুদ ছিল এমনই এক বাদশাহ—যে নিজের ক্ষমতার নেশায় আল্লাহকে অস্বীকার করেছিল।
আল্লাহ তার কাছে হিদায়াতের দাওয়াত পাঠিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে,
কিন্তু নমরুদের হৃদয় ছিল অহংকারে অন্ধ।
শয়তানের ওয়াসওয়াসা তাকে আরও দৃঢ় করেছিল তার ভ্রান্ত দাবিতে।
অবশেষে আল্লাহ দেখিয়ে দিলেন—
সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি দিয়েও সবচেয়ে বড় অহংকার ধ্বংস করা যায়।
অগণিত মশা আকাশ ঢেকে ফেলল,
দিন পরিণত হলো রাতে,
আর শক্তিশালী রাজত্ব দাঁড়িয়ে রইল অসহায়।
এই কাহিনী শুধু অতীত নয়—
এটি প্রতিটি যুগের জন্য এক সতর্কবার্তা।
অহংকার পতনের পথ,
আর ইমানই একমাত্র মুক্তির আলো।
#namrood
#নমরুদ
#হজরত_ইব্রাহীম
#islamichistory
#islamicatory
#motivationalvideo
#newislamicstory
#আল্লাহর#আযাব
#alimimessage
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: