"@shakilcreations1
Автор: Shakil creations
Загружено: 2025-09-29
Просмотров: 597
Song: এই বুকে এতো বেথা
Singer: shakil mia
Writer: shakil mia
Producer: shakil mia
Lyrics:
Yeah…
এই বুকে বেথা, পুরা মনটা ছেঁড়া,
বার বার চেষ্টা করি—কোনো ক্ষত নাই সারা।
এই বুকে এতো বেথা, কে রাখলো দাগ?
জীবনটা প্রশ্ন, নাই কোনো ভাগ।
মন পুরা ভাঙা, তবু হাসি মুখে,
কেউ জানে না ভিতরে কতো আগুন জ্বলে সুখে।
মন বলে—"ভুলে যা, এগিয়ে যা সামনে,"
বুক বলে—"স্মৃতি গুলো আগুন ঢালে প্রাণে।"
মন বলে—"ছাড়, সবই ভুয়া প্রতিশ্রুতি,"
বুক বলে—"কেনো দিলি তবে ভালোবাসার জ্যোতি?"
এই বুকে এতো বেথা, বার বার হয় না পুরন,
চোখের জলে লিখছি আমি দুঃখের কাব্যগুণ।
ভাঙা স্বপ্ন গিলে খাই, রক্তে মিশে যায়,
এই হৃদয়ের আদালতে কোনো বিচার নাই।
তুমি দিলে আশা, পরে ভাঙলে সে প্রতিশ্রুতি,
মনটা হলো কারাগার, দুঃখই তার সঙ্গী।
বুকের ভেতর জ্বালা, আগুন হয়ে জ্বলে,
মিথ্যে ভালোবাসা আমার জীবনটাকে ছলে।
মন বলে—"থাম, সবই ছিলো ফাঁকি,"
বুক বলে—"তবু কেনো চোখে তারি ছবি আঁকি?"
মন বলে—"পথ পাল্টা, তোর ভবিষ্যৎ খুঁজে নে,"
বুক বলে—"আমি বন্দী, দুঃখই আমার রক্তে।"
এই বুকে এতো বেথা, মন পুরা ভাঙা,
বার বার চাই মেরামত, ক্ষত থাকে জাগা।
কোনো উত্তর নাই, শুধু প্রশ্নের খেলা,
এই র্যাপেই বললাম—আমার ব্যথার মেলা।
#shakil #bangla #rap #song #sad #newmusic #viralvideo #love
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: