ষোড়শ বিজেএস পরীক্ষায় ২য় রাগিব মোস্তফা নাঈমের সাক্ষাৎকার | BJS Exam Result | Ragib Mostafa Nayeem
Автор: LawTubeBD
Загружено: 2023-10-03
Просмотров: 19167
গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৩ এর চূড়ান্ত ফলাফল, যে ফলাফলে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয় ১০৪ জন। তন্মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইনের বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম আর তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদ হাসান।
সফলতার দৃষ্টান্ত আর অনুপ্রেরণার গল্প হিসেবে আমরা পঞ্চদশ বিজেএস পরীক্ষায় মেধাতালিকার শীর্ষস্থান অধিকারীদের সাক্ষাৎকার প্রচারের মতোই আমরা ষোড়শ বিজেএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও মনোনীতদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে প্রথমেই প্রকাশিত হচ্ছে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী ইস্টার্ন ইউনিভার্সিটির আইনের বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম-এর সাক্ষাৎকারটি।
আমরা প্রত্যাশা করি রাগিব মোস্তফা নাঈম-এর এই সাক্ষাৎকার থেকে অনুপ্রাণিত হবেন পরবর্তী বিজেএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু-শিক্ষার্থীরা, পাশাপাশি প্রস্তুতি বিষয়ক একটি স্বচ্ছ ধারণাও পাবেন তারা নিঃসন্দেহেই।
#BJSExam #RagibMostafaNayeem #Interview #BecomingAnAssistantJudge #LawTubeBD
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: