পুরাতন ফ্রিজ কেনার আগে যেসব জিনিস দেখে নিবেন - RAC Technology
Автор: প্রবাসী কর্মমূখী টেকনিক্যাল
Загружено: 2024-02-04
Просмотров: 35261
🔥 ১৬০০+ ছাত্র কেন আমাদের কাছ থেকেই কাজ শিখেছে—এর উত্তর নিচের এই লেখা-গুলোর ভেতরেই আছে।
আমাদের এসি ও ফ্রিজ রিপেয়ারিং কোর্সে ভর্তি হয়ে ক্যারিয়ার গড়ুন দেশে অথবা বিদেশে ✈️
আমাদের এই কোর্সটি তাদের জন্য তৈরি, যারা শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য কোর্স করে না, বরং হাতে-কলমে কাজ শিখে বাস্তব জীবনে কাজ করার সক্ষমতা তৈরি করতে চায়, ভালো টাকা ইনকাম করতে চায় , নিজের মায়ের মুখে হাসি ফুটাতে চায় এবং নিজের পরিবারের আর্থিক অবস্থা্র উন্নতি করতে চায়।
বর্তমান সময়ে এসি ও ফ্রিজ রিপেয়ারিং এমন একটি স্কিল, যার চাহিদা দেশে এবং বিদেশে দিন-দিন বেড়েই চলছে। কিন্তু সমস্যা হলো, অনেক প্রতিষ্ঠানে শুধু থিওরি শেখানো হয়, প্রাক্টিক্যাল কাজ শেখানো হয় না।
আমরা ঠিক এই জায়গাটাতেই অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা।
🤔 কেন আমাদের এখানে থেকে কোর্স করবেন?
১) আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত নির্ভরযোগ্য রেজিস্ট্রার্ড প্রতিষ্ঠান [ Our Registration Certificate URL: https://bit.ly/4qtI9B3 ]
2) যেহেতু আমাদের প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত তাই এখানে প্রচুর রিয়েল ফিল্ডে কাজ করার সুযোগ রয়েছে।
৩) আমাদের এখানে ভর্তি হওয়া ছাত্রদের জন্য আমাদের নিজস্ব ওয়ার্কশপে রিয়েল লাইফ কাজ করে শেখার সুযোগ রয়েছে।
৪) আমাদের ছাত্রদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে সরাসরি মাঠে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
৫) আমাদের এখান থেকে কাজ শিখে বিদেশ যেতে আগ্রহী ছাত্রদের জন্য বেসিক আরবি ভাষা শেখার সুযোগ রয়েছে।
৬) ইতোমধ্যে আমাদের এখান থেকে সফলভাবে ১৬০০+ শিক্ষার্থী কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব নিয়েছে এবং ভালো টাকা ইনকাম করতেছে দেশে এবং বিদেশে [ আমাদের কোর্স কমপ্লিট করা ছাত্রদের রিভিউ দেখতে ক্লিক করুন - • আমাদের ছাত্রদের মুখ থেকেই শুনুন আমাদের কোর... ]
৭) আমাদের কোর্স এর নির্ধারিত ২ মাসের মধ্যে কাজ শিখতে না পারলে, অতিরিক্ত কোনো ফি ছাড়াই যতদিন পর্যন্ত কাজ শেখা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ছাত্রদের কাজ শেখার বা কোর্স করার সুযোগ দেওয়া হয়।
৮) আমাদের এখান থেকে কাজ শেখার পর চাকরি পেতে ও কাজ শুরু করতে প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়।
৯) আমাদের ছাত্রদের ২০+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেইনারের কাছ থেকে সরাসরি কাজ শিখার বা ক্লাস করার সুযোগ দেওয়া হয়।
🔴 আমাদের কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন :
মোবাইল: https://wa.me/8801923133912 (WhatsApp)
🎯 আমাদের কোর্সের নিয়মাবলি :
১। কোর্সের মেয়াদকাল - ২ মাস (কোর্স শেষে অতিরিক্ত প্র্যাকটিস করার সুযোগ রয়েছে)
২। প্রথম ১০ দিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিটি ছাত্রকে থিউরিটিক্যাল ও প্র্যাক্টিকাল ক্লাসের মাধ্যমে ফিল্ডে গিয়ে এসি ফ্রিজের কাজ করার মতন দক্ষ করে গড়ে তোলা হয়
৩। ১০ দিন পর থেকে দক্ষ টেকনেশিয়ান এর সাথে কাস্টমার এর বাসা বা অফিসে প্রাক্টিক্যালি কাজ শিখা এবং রিয়েল লাইফ কাজ করার জন্য পাঠানো হবে।
৪) একদিন থিওরি ক্লাস এবং এর পরেরদিন টেকনেশিয়ান এর সাথে কাস্টমার এর বাসা বা অফিসে প্রাক্টিক্যাল কাজ শিখার জন্য পাঠানো হবে। এভাবে টানা ২ মাস একদিন থিওরি ক্লাস এবং পরেরদিন প্রাক্টিক্যাল ক্লাস হবে।
৫। থিওরি ক্লাস এর সময় : সকাল ৮:০০ থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত (একদিন পরপর)
৬। প্র্যাকটিক্যাল এর ক্লাস সময় : সকাল ৮:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত (একদিন পরপর)
৫। সিট ক্যাপাসিটি : ২০ জন ⌛
৬। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে
৭। আমাদের কোর্স এর ফি জানতে মেসেজ করুন এই নাম্বারে - https://wa.me/8801923133912
আমাদের এই কোর্সটি আপনার জন্য যদি :
আপনি নিয়মিত ক্লাস করতে পারেন,
নিজের হাতে কাজ শেখার মানসিকতা থাকে,
এবং এই স্কিলকে ভবিষ্যতের পেশা হিসেবে নিতে চান।
আমাদের এই কোর্সটি আপনার জন্য নয় যদি :
আপনি শুধু সার্টিফিকেট চান,
নিয়মিত কাজ শিখতে সময় দিতে না পারেন,
কাজ শেখার ধৈর্য না থাকে।
আমরা জানি, আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে অনেকের মনে ভয় থাকে। সময় ও টাকা দিলে কাজ শিখতে পারবে তো, এই প্রশ্নটা স্বাভাবিক। এই কারণেই আমরা আপনাকে জোর করে আমাদের এখানে ভর্তি হতে বলি না।
ভর্তি হওয়ার আগে চাইলে আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ক্লাস, ওয়ার্কশপ ও কাজের পরিবেশ দেখে নিতে পারবেন তারপর আপনি যদি সবকিছু দেখে মনে করেন যে এই কোর্সটি আপনার জন্য ঠিক আছে তাহলে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন।
আর ভর্তি হওয়ার পরও যদি নির্ধারিত ২ মাসে আপনি পুরোপুরি কাজটা শিখতে না পারেন, তাহলে অতিরিক্ত কোনো টাকা ছাড়াই যতদিন পর্যন্ত কাজ শিখতে না পারছেন ততদিন পর্যন্ত কাজ শেখার সুযোগ দেওয়া হবে।
🔴 আমাদের কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন :
মোবাইল: https://wa.me/8801923133912 (WhatsApp)
আমাদের প্রতিষ্ঠান এর ঠিকানা : বাসা: ০৩ রোড: ০৬, ব্লক: ই, সেকশন: ০২, মিরপুর, ঢাকা
আমাদের চ্যানেল এর আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন 👇
আমাদের কোর্স এর রিভিও দেখতে ক্লিক করুন - • আমাদের ছাত্রদের মুখ থেকেই শুনুন আমাদের কোর...
টাকা ছাড়াই বিদেশ যাওয়ার উপায় জানতে ক্লিক করুন - • দালাল ছাড়া বিদেশ গিয়ে মাসে ৮২,০০০ টাকা বেত...
প্রাক্টিক্যালি স্প্লিট টাইপ এসির কাজ শিখতে ক্লিক করুন - • স্প্লিট টাইপ এসির কাজ শিখুন
প্রাক্টিক্যালি ফ্রস্ট ফ্রিজের কাজ শিখতে ক্লিক করুন - • ফ্রস্ট ফ্রিজের কাজ শিখুন
প্রাক্টিক্যালি নন-ফ্রস্ট ফ্রিজের কাজ শিখতে ক্লিক করুন - • নন-ফ্রস্ট ফ্রিজের কাজ শিখুন
প্রাক্টিক্যালি এসি ও ফ্রিজের কম্প্রেসরের কাজ শিখতে ক্লিক করুন - • এসি ও ফ্রিজের কম্প্রেসরের কাজ শিখুন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: