লেটুস পাতার গাছের বিজ তৈরি পদ্ধতি। লেটুস পাতা চাষ
Автор: MAKE A GARDEN
Загружено: 2025-01-16
Просмотров: 3951
লেটুস পাতার গাছের বিজ তৈরি পদ্ধতি। লেটুস পাতা চাষ । টবে লেটুস পাতা চাষের জন্য যা করতে হবে। বর্তমান সময়ে বাসা-বাড়ির ছাদে বা বারান্দায় টবে কিংবা ড্রামে খুব সহজেই অন্যান্য গাছের ফাঁকে লেটুস পাতার চাষ করা যায়। এবার জেনে নিন টবে যেভাবে লেটুস পাতার চাষ করবেন। লেটুস পাতা চাষের জন্য খুব বড় টবের প্রয়োজন হয় না। তবে টবের মাটি অবশ্যই উর্বর, হালকা এবং ঝুরঝুরে হতে হবে। দো-আঁশ মাটি ও জৈব সার ভালোভাবে মিশেয়ে প্রয়োগ করতে হবে। তবে মাটি এঁটেল হলে জৈব সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এছাড়া প্রতি টবে ২ চামচ (চা চামচে) টিএসপি সার ও ভেজানো ১০০-১৫০ গ্রাম পরিমাণ সরিষার খৈল মেশিয়ে। অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বীজ থেকে চারা তৈরি করে টবে লাগানো যায়। টবে বীজ রোপণ করলে ৩-৪ দিনে চারা গজায়। চারার বপনের ক্ষেতে ৪-৫টি পাতা গজালে টবে (বিকেলে) লাগাতে হবে। সকাল অথবা বিকাল চারার গোড়ায় প্রয়োজন মতে পানি দিতে হবে। পানি শুকিয়ে গেলে টবের মাটিতে যেন ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। টবের মাটি শুকিয়ে গেলে প্রয়োজনে সেচ দিতে হবে এবং মাঝে মাঝে চারার গোড়ার মাটি হালকাভাবে আলগা এটা করে দিতে হবে। টবে চারা বপনের পর অনেক সময় দেখা যায় ছোট ছোট পাখি চারার কচি পাতা এবং ডগা খেয়ে ফেলে, অনেক ক্ষেত্রে চারা উপড়ে ফেলে। সেক্ষেত্রে টবেটি ঢেকে রাখতে হবে দু’চারটা ছিদ্রবিশিষ্ট পাতলা পলিথিন কাগজ বা নেট দিয়ে। 👉লেটুস পাতার চারা বপনের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যেই পাতা তোলার জন্য উপযুক্ত হয়ে যায়। অথবা পাতা তোলার উপযুক্ত হলে পাতা সংগ্রহ করতে হবে। পাতা তোলার পরে গাছ না তূলে কিছু দিন রেখে দিতে হবে বিজ ধরা পর্যন্ত। বীজগুলি পরিপক্ক হওয়ার পরে বীজের মাথায় তুলার মত দেখা যাবে। তখন বীজগুলো পরিপক্ক হয়েছে তখন বীজগুলিকে সংগ্রহ করতে হবে এবং রোদে শুকিয়ে যেকোনো বয়ম অথবা প্লাস্টিকের বক্সে সংরক্ষণ করতে হবে । পরবর্তী বছরের জন্য এই পোস্টটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন #লেটুসপাতা #লেটুসপাতা_চাষ_পদ্ধতি #make_a_garden #ছাদবাগানে_লেটুসপাতা_চাষ #জমিতে_লেটুসপাতা_চাষ
@Makeagarden
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: