শুধু কন্যা সন্তান থাকলে কি সম্পত্তি ভাতিজাদের মধ্যে বণ্টন করতে হবে? উত্তর: শাইখ মতিউর রহমান মাদানী।
Автор: Sk Amjad Ali
Загружено: 2026-01-06
Просмотров: 504
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ রফিকুল ইসলাম মাদানী, শাইখ মতিউর রহমান মাদানী, শাইখ আব্দুল্লাহ আল বাকি, ও অন্যান্য সহী আকীদার শাইখ গণের বক্তব্য, আলোচনা, প্রশ্ন উত্তর ইত্যাদি একত্রে এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, শাইখ গণের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল: "আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দিনের ইলম পাওয়াটা খুবই সহজ। কিন্তু এর সাথে সঠিক দ্বীনের ইলম পাওয়াটা ঠিক ততটাই কঠিন। এই উদ্দেশ্যে আমি/আমরা এই চ্যানেলটি একমাত্র আল্লার সন্তুষ্টির জন্য দিন প্রচারের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে পরিচালনা করছি। এখানে আপনারা ইসলামিক ওয়াজ, ভিডিও, প্রশ্নোত্তর, সূরা, দোয়া এবং তার বাংলা অর্থ সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এছাড়া ইসলামিক যে কোন বিষয়ের জ্ঞান এখান থেকে আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের উদ্দেশ্য আল্লাহর সঠিক দ্বীন, তাওহীদ ও সুন্নাহর প্রচার প্রসার করা, সহি আকিদা ও দীন প্রচার করা, এবং অবশেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া, ও জান্নাতের পথে অগ্রসর হওয়া।
হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল: "আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।
ফা ইন্না মা'আল উসরি ইউসরা : "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে"
ইন্নাল্লাহা মা'আস সবিরীন : "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: