বিমানবন্দরে লাগেজ নিয়ে টানাটানি… এয়ারলাইন স্টাফ অপমান করল, পরে জানা তার পরিচয় জেনে সবাই হতভম্ভ !
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-11-05
Просмотров: 46529
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সাধারণ পোশাকের মেয়ে চেক-ইন করতে যায়। তার লাগেজ ঠিক ওজন হওয়া সত্ত্বেও স্টাফ অভি তাকে মিথ্যা বলে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করে। মেয়েটি শান্ত থাকে, টাকা দেয় এবং প্রমাণ সংগ্রহ করে। পরদিন ঘোষণা হয় নতুন সিভিল এভিয়েশন ডিরেক্টর আসছেন। সবাই উত্তেজিত — আর ঠিক তখনই দেখা যায় সেই সাধারণ মেয়েটিই আসলে নতুন ডিরেক্টর সানজিদা রহমান। তিনি পুরো ঘটনার কথা প্রকাশ করেন এবং অভিকে সাসপেন্ড করেন।
তদন্তে প্রমাণ হয় অভি ইচ্ছাকৃত নয়, অভিজ্ঞতার অভাবে ভুল করেছিল। তাই সানজিদা তাকে দ্বিতীয় সুযোগ দেন কঠোর সতর্কবার্তাসহ। এরপর অভি বদলে যায় — সবাইকে সম্মান ও হাসিমুখে সেবা দেয় এবং একদিন এক বৃদ্ধ যাত্রীর লাগেজ তুলতে সাহায্য করে। সানজিদা দূর থেকে তাকিয়ে সন্তুষ্ট হন, কারণ সত্যিকারের শাস্তি মানুষকে ধ্বংস নয়, পরিবর্তন করে এগিয়ে দেওয়া।
এই গল্প শিখায় — বাহির দেখে কাউকে বিচার নয়, বিনয়ই সত্যিকারের শক্তি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: