Best formula to Practice IELTS all modules || How to practice for IELTS
Автор: EnglishMan
Загружено: 2025-01-05
Просмотров: 2322
IELTS এর preparation কখনোই ২/৩ মাসের বেশি হওয়া উচিত না। লম্বা সময় ধরে Motivation ধরে রাখা যায় না। তাই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ IELTS এর প্রস্তুতি শেষ করা ই ভাল। তবে বেসিক দুর্বল থাকলে বেশি সময় নেয়া যেতে পারে।
আরেকটা কথা, IELTS Course কিন্তু Basic English শেখার যায়গা না। আপনি কতটুকু English জানেন তা যাচাই করার পরীক্ষার নাম IELTS.
আর IELTS এর কোর্সে শেখানো হয় এই পরীক্ষায় কীভাবে ভাল স্কোর করা যায়। সব গুলো module এর পরিপূর্ণ প্রস্তুতি, টেকনিক, হাতে কলমে evaluation, Unlimited advanced resources সব কিছু মিলিয়েই আমাদের crash course টি সাজানো হয়েছে।
বিস্তারিতঃ
মোট ক্লাস ২৫-৩০ টি
শুক্র-শনি বাদে সপ্তাহে ৫ দিন ক্লাস
সময়ঃ বিকাল ৩ টা
ক্লাস duration: দেড় ঘন্টা
প্ল্যাটফর্মঃ Zoom
প্রতি ব্যাচে সর্বোচ্চ ৫ জন। এটি একটি intensive batch. এখানে আপনার speaking ও writing এর আলাদা আলাদা evaluation হবে। Cambridge style-এ feedback দেয়া হবে। এই evaluation আপনার স্বপ্নের score পাওয়ার জন্য অনেক জরুরী। প্রতিটি feedback এর পরে আপনিই আপনার বিশদ improvement লক্ষ করবেন। যেহেতু মাত্র ৫ জনের ব্যাচ, সবাইকে Individual care দেয়া হবে। তাই ২৫-৩০ টি ক্লাসই আপনার জন্য যথেষ্ট।
কোর্স ফী ১০,০০০ টাকা।
৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ছাড় ৪,০০০ টাকা! মাত্র ৬,০০০ টাকায় এই চমৎকার কোর্সটি করতে শীঘ্রই enroll করুন। বেশি দেরি করলে আসন খালি নাও পেতে পারেন। জানুয়ারী ২০২৫ থেকে ফী আবারো ১০,০০০ হয়ে যাবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: