গরিবের দুবাই, ভোলার শান্তির হাট বাংলাদেশের মধ্যে এক টুকরো মরুভূমি । Goribar Dubai Bhola
Автор: Al amin vlog 5.0
Загружено: 2024-06-29
Просмотров: 649
ভোলা জেলা শিবপুর ইউনিয়নে শান্তির হাট বাজারে অবস্থিত এই গরীবের মরুভূমি বা গরিবের দুবাই স্থানটি
গরিবের দুবাই বাংলাদেশের মধ্যে এক টুকরো মরুভূমি অত্যন্ত সুন্দর একটি জায়গা গরিবের দুবাই
একটি চিনা প্রতিষ্ঠান ওয়ার হাউজ নির্মাণের জন্য বালি দিয়ে ভরাট করা হয়েছে এই জায়গাটি
ভোলা বাস স্ট্যান্ড থেকে যোগীর গুল জনপ্রতিভাড়া ১০ টাকা এবং যোগীর গুল থেকে গরিবের ডুবাই ২০ টাকা জনপ্রতি
সুন্দর এবং মনোরম পরিবেশ এই জায়গাটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে
প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার থেকে কিছুদূর শান্তিরহাট এলাকায় গিয়ে বেড়িবাঁধের উপর দাঁড়ালেই চোখে পড়বে মেঘনা নদী। তীরে এসে আছড়ে পড়ছে নদীর ঢেউ। এর পাড় ঘেঁষেই দেখা যাবে বিশাল এলাকাজুড়ে বালু আর বালু। এ যেন বালুর মাঠ। মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে সারি সারি বেশ কয়েকটি খেজুর গাছ।
একদিকে মেঘনা নদীর বড় বড় ঢেউ, অন্যদিকে মরুভূমির মতো কয়েক মাইল এলাকাজুড়ে বালু। চারিদিকে খোলা জায়গা। দখিনা বাতাস। সারি সারি খেজুর গাছ। এই সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নেই। দেখতে ঠিক যেন আরব্য মরুভূমি। এ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দুরান্ত থেকে ঘুরতে আসেন বিভিন্ন বয়সী এবং বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ। কেউ বন্ধু-বান্ধব নিয়ে আসছেন। কেউ আবার পরিবার-পরিজন নিয়ে আসছেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করছেন। ছবি তুলছেন আর খেলাধুলা করছেন। মেঘনা নদীর পাড়ের এই জায়গাটি এখন দর্শনীয় স্থানে রুপ নিয়েছে। আগন্তুকদের কাছে পরিচিতি পেয়েছে গরিবের দুবাই নামে। কেউ বলছেন ভোলার মরুভূমি। তাইতো যারা এখানে ঘুরতে আসেন তারা সবাই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখছেন আমরা এখন ভোলার মরুভূমিতে। একই জায়গায় ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেকে লিখছেন আমরা এখন আরবের মরুভূমিতে আছি। সদরের বাইরে থেকে বালুর মাঠে এসে সেখান থেকে ফিরে কেউ কেউ আবার লিখছেন ঘূরে এলাম দুবাই থেকে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: