যেসব দেশ থেকে পর্তুগালের জব সিকার ভিসা হচ্ছে | Portugal job seeker visa ratio & document required
Автор: AR Europe Life
Загружено: 2025-04-30
Просмотров: 6237
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুপ্রিয় দর্শক
আজকের ভিডিওতে পর্তুগালের জব সিকার ভিসার বিষয় নিয়ে
A to Z আলোচনা করা হয়েছে এবং জব সিকার ভিসার এপয়েন্টমেন্ট কোন কোন দেশ থেকে পাওয়া যায় এবং কি কি ডকুমেন্টস লাগে নিচে সেগুলো দেয়া হলো।
✅ সকলকে অনুরোধ করবো আমার ফেসবুক পেইজে যুক্ত হওয়ার জন্য তাহলে আপনারা ফেসবুকেও সকল কিছু আপডেট পাবেন।
https://www.facebook.com/share/12JKbD...
✅ কোন বিষয়ে তথ্য জানার ভাব প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ভয়েস মেসেজ ও টেক্সট মেসেজ করতে পারেন।
+8801995932661
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. ভিসা আবেদন ফর্ম (ভালভাবে পূরণ করা)
2. পাসপোর্ট (কমপক্ষে ৩ মাসের ভ্যালিডিটি থাকতে হবে)
3. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
4. মোটিভেশন লেটার – কেন আপনি পর্তুগালে চাকরি খুঁজতে চান তার ব্যাখ্যা
5. রিজার্ভেশনকৃত এয়ার টিকিট
6. আবাসনের প্রমাণ (হোটেল বুকিং বা আমন্ত্রকপত্র)
7. ফিনান্সিয়াল সাপোর্টের প্রমাণ – ব্যাংক স্টেটমেন্ট (প্রমাণ করতে হবে যে আপনি পর্তুগালে অবস্থানকালীন নিজের খরচ চালাতে পারবেন। সাধারণত 3,040 ইউরো বা তার বেশি থাকতে হয়)
8. স্বাস্থ্য বীমা (Travel Insurance) – কমপক্ষে ৩০,০০০ ইউরো কভার করতে হবে।
9. নো ক্রিমিনাল সার্টিফিকেট (Police Clearance)
10. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
৪. ফি ও প্রসেসিং টাইম:
ভিসা আবেদন ফি: প্রায় ৭৫ ইউরো (ভৌগোলিক অঞ্চল অনুযায়ী ভিন্ন হতে পারে)
প্রসেসিং টাইম: সাধারণত ১৫-৬০ দিনের মধ্যে ভিসার সিদ্ধান্ত আসে।
🔰নোট 🔰 কোন NOC লাগবে না এই ভিসার জন্য,
তবে সৌদি থেকে করলে অনেক কিছু লাগে
তাই বেটার যারা ডকুমেন্টস দিতে পারবেন না।
তারা আবেদন না করেন সৌদি থেকে।
#portugal_job_seeker_visa
#portugal_work_permit_visa
#portugal_work_visa
#portugal_visa
#portugal_work_permit
#portugal_job_seeker_visa_2025
#portugal_work_permit_visa_medalist_country
#portugal_work_permit_visa_apply_online
#portugal_work_visa_apply_online
#portugal_D1_work_visa_2025
#portugal_work_visa_for_bangladeshi
#portugal_job_seeker_visa_ratio_2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: