ময়মনসিংহের মৃত্যুঞ্জয় এবং রাধা সুন্দরী স্কুলের সেই জৌলস আর নেই |mymensingh| High SchoolStudy|charka
Автор: চরকা নিউজ
Загружено: 2025-05-07
Просмотров: 432
ময়মনসিংহের প্রাচীন ও উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান মৃত্যুঞ্জয় এবং রাধা সুন্দরী হাইস্কুলের সেই জৌলস আর নেই
শিক্ষানগরী বলে খ্যাত ময়মনসিংহের প্রাচীন ও উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান মৃত্যুঞ্জয় হাইস্কুল অবিভক্ত ভারতে ১৯০১ সালের ১৪ ফেব্রæয়ারি স্কুলটি প্রতিষ্ঠা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ও আইনজীবী প্রয়াত অনাথ বন্ধু গুহ তার বাবা মৃত্যুঞ্জয় গুহের নামে শহরের ব্রহ্মপুত্র পাড়ে আদালতপাড়ায় স্কুলটি প্রতিষ্ঠা করেন। অনাথ বন্ধু গুহের নামে শহরে এবি গুহ রোড ও স্কুলের নামে মৃত্যুঞ্জয় স্কুল রোড নামে সড়ক রয়েছে। ময়মনসিংহে এটিই ছিল প্রথম স্কুল। স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন অমিয় ভূষণ গাঙ্গুলী। অবিভক্ত ভারতের বহু খ্যাতিমান রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পদস্থ কর্মকর্তা এই স্কুলের ছাত্র ছিলেন ।
জমিদার অঘোরবন্ধু গুহ তার মা রাধা সুন্দরীর নামে ১৯২৭ সালে প্রতিষ্ঠা করেন রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য গুলো ফিরিয়ে আনতে আপ্রান চেষ্টা চালাচ্ছেন দুই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । মাদকাসক্তদের আনোগোনা তাদের কাছে মানসিক চাপের কারণ হয়ে দাড়িযেছে । পরিবশেগত কারন অনেকটাই দায়ী এ থেকে পরিত্রাণ চান স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষীকা ছাত্রছাত্রীরা । শত বছরের পূরাণো মৃত্যুঞ্জয় এবং রাধা সুন্দরী উচ্চ বিদ্যালয় আবারো নতুন ভাবে নতুন রূপে শিক্ষার বাজারে উচ্চ আসীন হবে এ প্রত্যাশা সকলের । এ দুটি স্কুলের পাশে শত বছর পূরানো রযেছে জমিদারদের রেখে যাওয়া একটি ছাপাখানা যার সব কিছুই চুরি হয়ে গেছে । তার পর অত্র এলাকার দাবি প্রেস টি যেন যাদু ঘরে রাখার ব্যবস্থা করা হয় ।
#mymensingh #highschool #education #মৃত্যুঞ্জয় #রাধাসুন্দরী #উচ্চবিদ্যালয় #ময়মনসিংহ #শিক্ষা_প্রতিষ্ঠান #সংবাদ #তথ্যচিত্র
/ @shafielalam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: