২টা বাচ্চা কাকে নিয়ে গেছে, কিন্তু কীভাবে..? 🥺💔
Автор: Alhamdulillah Agro Farming
Загружено: 2026-01-15
Просмотров: 67
২টা বাচ্চা কাকে নিয়ে গেছে, কিন্তু কীভাবে..? 🥺💔 #মুরগির_বাচ্চা #মুরগিপালন #দেশিমুরগি
আজকের ভিডিওটা আমার জন্য খুবই কষ্টের, খুবই দুঃখের। 💔🥺
তবুও আপনাদের সাথে সত্যটা শেয়ার করলাম।
আলহামদুলিল্লাহ, আমার সব দেশি মুরগির বাচ্চাগুলোর আপডেট আজকের ভিডিওতে দেখিয়েছি। মোট ১৮টা দেশি মুরগির বাচ্চা ছিলো, আলহামদুলিল্লাহ বাকিগুলো এখনো সুস্থ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো—গতকাল হঠাৎ করে ২টা কাক এসে ২টা নিষ্পাপ বাচ্চা নিয়ে গেছে। 😔💔
সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমি যে খাঁচায় বাচ্চাগুলো রেখেছিলাম, সেই খাঁচার শিকগুলোর গ্যাপ এতটাই চিকন ছিলো যে কাকের ঠোঁট ঢোকানোরও কোনো সুযোগ থাকার কথা না। তারপরও কীভাবে কাক বাচ্চাগুলো নিয়ে গেছে—আল্লাহই ভালো জানেন।
ভাবলেই বুকটা ভেঙে যায়… কী সুন্দর বাচ্চা, কী নিষ্পাপ প্রাণ! 🥺
বাচ্চাগুলোকে খাঁচার কিনারে রেখেছিলাম, কারণ ওখানে ভালো রোদ ছিলো। আর ওদের মা কালন আর লাল সুন্দরী বাইরে ছাড়া ছিলো। কাক আক্রমণ করলে ওরা বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিচে পড়ে যায়। আর ঠিক সেই সুযোগেই কাক ২টা বাচ্চা নিয়ে যায়। 😞
সবচেয়ে বেশি কষ্ট লাগে এই ভেবে যে—আমি ওদের ঠিকভাবে হেফাজত করতে পারিনি। একজন পালনকারী হিসেবে এই দায়ভারটা খুব ভারী লাগে। 💔
তবুও সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করেন, ভালো জন্যই করেন—এই বিশ্বাসটাই এখন শক্ত করে ধরে আছি।
এই ভিডিওটা মূলত আপনাদের জন্য একটা শিক্ষা—
👉 যত ছোট গ্যাপই হোক,
👉 যত নিরাপদ মনে হোক,
👉 কাক বা শিকারি পাখির ব্যাপারে কখনোই অবহেলা করা যাবে না।
আল্লাহ যেন বাকি বাচ্চাগুলোকে হেফাজত করেন—আমিন। 🤲
আপনাদের দোয়া চাই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: