জাতীয় পতাকার অবমাননা||77তম স্বাধীনতা দিবস 2024||বাংলা নাটক||Desecration of the national flag||
Автор: Bot mal
Загружено: 2024-08-02
Просмотров: 2911
জাতীয় পতাকার অবমাননা||77তম স্বাধীনতা দিবস2024||বাংলা দেশাত্মবোধক নাটক||Desecreation of the national flag||
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
বট মাল ফিল্ম প্রোডাকশন
কাহিনী ও নির্দেশনায়:শম্ভুনাথ মাইতি
অভিনয়ে: পিনাকী ভট্টাচার্য||শুভঙ্কর জানা||শুভাশিস সামন্ত||এছাড়াও অন্যান্যরা||
ভিডিওগ্রাফিতে - গৌরহরি মিশ্র
সবাইকে বট মাল ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে জানাই অশেষ ধন্যবাদ🙏
সম্পূর্ণ কাহিনী.......
স্থান - জনবহুল রাজপথ সময় - সকাল
( স্বাধীনতা দিবসে দলে দলে জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে স্বাধীন ভারতের মানুষ)
( জাতীয় পতাকা কি জয়, স্বাধীনতা দিবস কি জয় )
কিছু সময় পরে দুই কিশোর সেই পথে যাচ্ছে)
প্রথম - আজ স্বাধীনতা দিবস
দ্বিতীয় - সারা দেশ উৎসব মত্ত চারদিকে ভারতমাতার জয়ধ্বনি উঠেছে
প্রথম - সত্যিই কি আমরা স্বাধীন ? স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা??
দ্বিতীয় - তার মানে?
প্রথম - অত্যাচারি ইংরেজদেরকে তাড়ানোর জন্য ভারতের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব করেছিলেন, আর আজ আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করছি, এই জন্যই কি দেশের স্বাধীনতা এসেছিল?
দ্বিতীয় - হ্যাঁ এই স্বাধীনতা আনতে গিয়ে বহু মানুষের প্রান ও গিয়েছে
প্রথম - তাই এখন আমাদের মধ্যেকার এই বিভেদ অনৈক্য দেখে আমার মনে খুব কষ্ট হয়রে,মনে হয় এ দেশমাতার লজ্জা
( হঠাৎ প্রথম জনের চোখ পড়ে পাশে আবর্জনা র স্তুপে, সে সেদিকে এগিয়ে যায়)
দ্বিতীয় - কি রে ওদিকে কোথায় যাচ্ছিস
( আবর্জনার স্তুপ থেকে একটি মুড়ে ফেলা জাতীয় পতাকা এনে তার সামনে স্ব যত্নে মেলে ধরে)
দ্বিতীয় - এতো আমাদের জাতীয় পতাকা,কিন্তু এভাবে
প্রথম - হ্যাঁ, স্বাধীন ভারতের জাতীয় পতাকার আজ এই অবস্থা হায় দেশমাতা! তোমার কি দুর্ভাগ্য তোমাকে বিদেশীরা মর্যাদা দেয়নি সে কথা সত্য কিন্তু আজ তোমার নিজের সন্তানরাও কি তোমাকে সম্মান দিচ্ছে?
দ্বিতীয় - আচ্ছা এখান দিয়ে তো বহু লোক যাচ্ছে তাও কি নজরে পড়ল না
প্রথম - কারো পড়েনি একথা মেনে নিতে পারছিনা আসলে অনেকেই হয়তো এটাকে নিছকই কাপড়ের টুকরো বলে ভেবেছে
( এমন সময় এক নব্বই বছরের উর্দ্ধ বৃদ্ধের লাঠিতে ভর করে আগমন )
বৃদ্ধ - কি ভাই, আজ এমন আনন্দের দিনে তোমরা দুজন এখানে কি করছো
প্রথম - দাদু আজ কি সত্যিই আমাদের আনন্দের দিন
বৃদ্ধ - একথা বলছো কেনো ? চারিদিকে কতো গান বাজনা, কান পাতা দায়, হৈ হৈ করে স্বাধীনতা দিবস পালন হচ্ছে।
প্রথম - ঠিক বলেছেন দাদু আমরা দেশকে কতটা ভক্তি করি তা দেখাতে এবং শোনাতে ব্যাস্ত, তাইতো এতো গান বাজনা আরো কত কী।
বৃদ্ধ - তোমার হাতে ওটা কি ?
প্রথম - সে কথাই তো বলছিলাম
দ্বিতীয় - ওটি আমাদের জাতীয় পতাকা , ঐ আবর্জনার স্তুপে নিতান্ত অবাঞ্ছিত অবহেলিত হয়ে পড়ে ছিল
বৃদ্ধ - তাই নাকি ?
প্রথম - এই কি আমাদের দেশ ভক্তি, আচ্ছা দাদু ? আমরা তো স্বাধীন ভারতে জন্মেছি। ইংরেজ দের অত্যাচার চোখে দেখিনি ,আপনারা তো দেখেছেন?
বৃদ্ধ - হ্যাঁ সে যে কি নির্যাতন তা বলে বোঝানো যাবেনা, আমার বাবা, ঠাকুরদার কাছ থেকেও অনেক শুনেছি।
দ্বিতীয় - সেই নির্যাতন সহ্য করতে না পেরে বহু বিপ্লবী তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন,
প্রথম - শুধু কি তাই ? কত বিপ্লবীর মায়ের কোল অকালে শূন্য হয়ে গিয়েছে , কত বিপ্লবী হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পড়েছেন, বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়িয়েছেন
বৃদ্ধ - বাঃ তোমরা তো অনেক কিছু জান দেখছি
দ্বিতীয় - এসব কাহিনী বিভিন্ন পত্র পত্রিকা তে পড়েছি, বিভিন্ন সিনেমা তে দেখেছি।
প্রথম - এই জাতীয় পতাকা আমাদের গর্ব, দেশ মায়ের সজ্জা, তাই এই জাতীয় পতাকার অসম্মান মানে তা দেশ মায়ের অসম্মান।
বৃদ্ধ - তোমাদের মধ্যে এই দেশপ্রেম দেখে আমি মুগ্ধ, তোমাদের মতো কিশোর রাই তো স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো , এসো এই পতাকা কে আমরা উচ্চে তুলে ধরি।
দ্বিতীয় - কিন্তু এটিকে উচ্চে তুলে ধরার জন্য একটা দন্ডের প্রয়োজন সেটাই তো পাচ্ছিনা
বৃদ্ধ - কেনো পাবেনা? আমার যে এই লাঠিটা, একেই দন্ড হিসেবে কাজে লাগিয়ে দাও
প্রথম - কিন্তু এই লাঠিটা তো আপনার নির্ভর ?
বৃদ্ধ - তোমাদের মতো কিশোর আমার তথা সারা দেশবাসীর ভরসা, তোমাদের দেখে আমি বুকে বল পাচ্ছি।
দ্বিতীয় - সত্যি দাদু আপনি আমাদের প্রেরনা,
বৃদ্ধ - নাও নাও পতাকা রেডি করো
( বৃদ্ধ তার লাঠিটি দেয় প্রথম জন পতাকাটি রেডি করে বৃদ্ধের হাতে ধরিয়ে দেয় )
প্রথম - দাদু আপনিই এই পতাকা তুলে ধরুন।
বৃদ্ধ -ওরা তো অনেক অনেক মাইক বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করছে , আমরা কিছু গাইবো না?
প্রথম - আমাদের মাস্টার মশাই পতাকা উত্তোলনের একটা গান শিখিয়েছিলেন, আমরা সবাই পতাকা উত্তোলন করে খালি গলায় সেই গানটা গাইবো।
বৃদ্ধ - তবে তো ভালোই হয় নাও শুরু করো
#স্বাধীনতাদিবস2024
#indipendenceday2023
#জাতীয়পতাকারঅবমাননা
#জাতীয়পতাকারঅপমান
#বাংলাদেশাত্মবোধকনাটক
#বাংলানাটক
#banglashortfilm
#botmal
@Botmal0
#sadstory
#story
#15august
#26january
#indipendenceday2023
#independenceday
#15thaugustsongs
#botmal
#botmalfilmproduction
#petrioticsong
#petrioticdance
#petriotism
#petriotic
#15thaugustdanceperformance
#15thpresidentofindia
#15thaugustwhatsappstatus
আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিও টি শেয়ার করে অন্যকে দেখার সূযোগ করে দিন। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো।
https://www.facebook.com/gour9641?mib...
Facebook:
#yoitubeviralvideo
#facebookviralpost #viralpost
#viralofrheyear
#motivetional #motivationalvideo
#bandemataramsong
#terimittimemiljawa
#comedyvideo
#banglacomedy
#viralcomedy
#funnyvideo
#banglanatok
(Thank you 🙏 from Bot Mal Film Production Group)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: