আয়তাকার বাক্স এডগার অ্যালান পো গল্পকার The Oblong Box
Автор: গল্পকার - GolpoCar
Загружено: 2025-09-26
Просмотров: 11
আয়তাকার বাক্স [] এডগার অ্যালান পো [] গল্পকার [] The Oblong Box
এডগার অ্যালান পো ছিলেন একাধারে একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তিনি ১৮০৯ সালের জানুয়ারির ১৯ তারিখ, আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন।
লেখক জীবনে তিনি অনেক রহস্য এবং অতিপ্রাকৃতের জাল বুনেছেন। আর তাই তার মৃত্যুও যেন ঢাকা পড়েছে রহস্যের জালে।
এডগার অ্যালান পো-কে বাল্টিমোরের রাস্তায় বিকারগ্রস্থ অবস্থায় পাওয়া যায় , ১৮৪৯ সালের ৩ অক্টোবর। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৮৪৯ সালের ৭ অক্টোবর ভোর ৫ টায় তিনি মারা যান ওয়াশিংটন মেডিকেল কলেজে। তিনি তখন এতই অসংলগ্ন অবস্থায় ছিলেন যে, তার এ অবস্থার কারণ তিনি বলতে পারেন নি। এমনকি তার পোষাকও ছিল অন্য কারো থেকে ধার করা। ডাক্তাররা পরবর্তীতে এই মৃত্যুকে বিভিন্ন রোগের সাথে তুলনা করেছেন। তখনকার পত্রিকার সূত্রমতে, মৃত্যুর কারণ হিসেবে কলেরা, রেবিস , হৃদরোগ, সিফিলিস, এবং অতিরিক্ত মদ্যপানকে দায়ী করা হয়। ১৮৭২ সালের একটি সূত্রে পাওয়া যায় যে ভোট জালিয়াতি এবং এর থেকে সৃষ্ট সহিংসতার সাথে পোর মৃত্যুর কোন যোগ থাকতে পারে।
গল্পকার এর আজকের গল্প ‘দ্যা অবলং বক্স’ আয়তাকার বাক্স। গল্পটি নেয়া হয়েছে ১৯৮৯ সালে তুলি-কলম প্রকাশনী থেকে প্রকাশিত ‘ এডগার এলান পো রচনাবলী’ বইটি থেকে ।
গল্পপাঠঃ শওকত সমুদ্র ও সূচনা।
আবহসঙ্গীতঃ গল্পকার টিম।
পোস্টার ডিজাইনঃ শওকত সমুদ্র।
সার্বিক সহযোগীতায়ঃ সার্ভিস এন্ড মেইন্টেনেন্সে।
@GolpoCarAudiobooks -এ যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনি সাবস্ক্রাইব করুন। গল্পকার এর গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন।।
জীবনের প্রতিটি সময়ই যেন রহস্যে বাঁধা। চলুন শুনতে থাকি কি রহস্য বাঁধা আছে এডগার এলান পো এর আয়তাকার বাক্সে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: