যশোরেশ্বরী সতীপীঠ।ভীষণ জাগ্রত যশোরেশ্বরী কালী মন্দির।যশোরেশ্বরী কালী মায়ের মহিমা। হিন্দু মন্দির।
Автор: Divine Pleasure
Загружено: 2024-07-31
Просмотров: 851
যশোরেশ্বরী সতীপীঠ বাংলাদেশের একটি জাগ্রত সতীপীঠ। ৫১ টি সতীপীঠের মধ্যে ৬ টির অবস্থান বাংলাদেশে।যশোরেশ্বরী সতীপীঠ সতীর একটি জাগ্রত শক্তিপীঠ।সতীর দুই হাতের করকমল বা তালু পতিত হয়েছিল এই স্থানে।চন্ড ভৈরব মা যশোরেশ্বরীর ভৈরব হিসেবে শক্তিপীঠের রক্ষক রুপে অবতার গ্রহন করেছেন।চন্ড ভৈরব ভগবান শিবের অবতার।রাজা প্রতাপাদিত্যকে বলা হয় যশোরেশ্বরী কালী মায়ের বরপুত্র।রাজা প্রতাপাদিত্যকে বলা হয় বাংলার এক সূর্য সন্তান।যশোরেশ্বরী কালী মায়ের আশির্বাদে রাজা প্রতাপাদিত্য প্রবল শক্তিশালী মূঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য লাভ করেছিলেন।রাজা প্রতাপাদিত্য বর্তমান যশোরেশ্বরী কালী মায়ের মন্দির নির্মান করেন।যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র।এটি একটি প্রাচিন হিন্দু মন্দির।
#যশোরেশ্বরী #হিন্দু #hindu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: