দিলোনা দিলোনা - Dilona Dilona । আমি যারে বাসি ভালো। Sikder Bashudev । এতযে নিঠুর বন্ধু জানা ছিলোনা
Автор: SIkder Bashudev O Dyulok
Загружено: 2024-12-15
Просмотров: 392
শাহ আলম সরকার - দিলো না, দিলো না, নিলো মন, দিলো না (সংস্করণ: বিশুদ্ধ)
দিলো না, দিলো না, নিলো মন, দিলো না,
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।।
চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরও,
কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো?
আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে সে কালো,
হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।।
বক সাদা, দুধ সাদা, সাদা কাশফুল,
কাশফুল চেয়ে সাদা বলো কোন ফুল?
আমার বন্ধুর প্রেমের ফুল দাদা, কাশফুলের চেয়ে সাদা,
আমার ভাগ্যে হল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।।
বৃক্ষ সবুজ, তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি,
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি?
আমি যারে ভালবাসি, টিয়ার চেয়ে সবুজ বেশি,
তার অঙ্গের বসনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।।
রক্ত রাঙ্গা, গোলাপ রাঙ্গা, রাঙ্গা পায়ের আলতা,
আলতার চেয়ে রাঙ্গা কি জানলে বলো তা'?
শাহ আলম সরকারে কয়, আলতার চেয়ে রাঙ্গা হয়,
সোনা বন্ধুর ঠোঁট খানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।।
#dilonadilona #SikderBashudevLive #banglafolksong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: