নতুনভাবে এক নজরে ১৭টি সূত্র রেকডিং করে দিলাম|| কন্ঠে ভদন্ত সমাধি নন্দ ভান্তে|| Buddha sutra…
Автор: VEN SAMADHI NANDA BHIKKHU
Загружено: 2022-08-15
Просмотров: 1664015
নতুনভাবে এক নজরে ১৭ টি সূত্র রেকডিং করে দিলাম।।|| কন্ঠে ভদন্ত সমাধি নন্দ ভান্তে|| Buddha sutra…
🙏মহামঙ্গল সূত্র
কথিত আছে - এই সূত্র সকাল-সন্ধ্যায় ভক্তি-শ্রদ্ধা সহকারে পাঠ করলে তার প্রভাবে সকল পাপ বিনষ্ট হয়।
এখানে মূলত সর্বপাপ বিনাশক বুদ্ধ দেশিত আটত্রিশ প্রকার মঙ্গল বিষয় দেব-মানবের হিতার্থে (আমরা) আবৃত্তি করছি। বিস্তারিত দেখুন মহামঙ্গল সূত্র বঙ্গানুবাদ। (বই আদর্শ বৌদ্ধ নীতি)।
👉বুদ্ধ বন্দনা শেষে বার অনুযায়ী দৈনিক সূত্র পাঠ সকাল-বিকাল - রবিবার-মহামঙ্গল সূত্র ও মৈত্রী ভাবনা (সকাল পালি) (বিকাল বাংলা)।
👉রতন সূত্র- এই সূত্র শ্রদ্ধাচিত্তে একাগ্র মনে পাঠ করলে তার প্রভাবে স্তর প্রকার রোগ, শোক দু:খ, মহামারী, অমনুষ্য ভয় ও দুর্ভিক্ষ ভক্ত শ্রীঘ্র অন্তর্হিত হয়।---বুদ্ধ বন্দনা শেষে বার অনুযায়ী দৈনিক সূত্র পাঠ সকাল-বিকাল - সোমবার-রতন সূত্র।
👉করণীয় মেত্ত সূত্র- এই সূত্র সকাল- সন্ধ্যায় পাঠ করলে সুনিন্দ্রা হয়, পাপস্বপ্ন দর্শন হয় না, যক্ষ ভয়াদি বিবিধ উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।।
👉খন্ড পরিত্তং -----কথিত আছে - এই পরিত্রাণ শ্রদ্ধাচিত্তেে একাগ্রতা মনে পাঠ করলে দিব্য মন্ত্রৌষধবৎ সকল প্রকার সর্পের বিষক্রিয়া নিবারণ করে।।
👉মোর পরিত্তং ---- কথিত আছে এই পরিত্রাণ সকাল_সন্ধ্যা পাঠের প্রভাবে কখনও শত্রুর ফাঁদে পড়তে হয় না।।
👉বট্টক পরিত্তং---কথিত আছে - শীল, সমাধি, প্রজ্ঞা, দয়া ও শুচিতা প্রভৃতি সদগুণরাশি স্মরণ করে এই বট্টক পরিত্রাণ পাঠ করলে প্রজ্জ্বলিত অগ্নিও সত্যক্রিয়া অধিষ্ঠানকারীকে স্পর্শ করতে পারে না এবং অস্বাভাবিকভাবে নিভে যায়।
🙏অঙ্গুলিমাল সূত্র----- যে পরিত্রাণ পাঠকের আসন ধৌত জলও সকল বিঘ্ন বিনাশ করে এবং যার প্রভাবে তৎক্ষনাৎ সন্তান প্রসবক্রিয়া স্বচ্ছন্দে সাধন (সম্পাদন হয়) করে, লোকনাথ (বুদ্ধ) কর্তৃক অঙ্গুলিমাল স্থবিরকে উদ্দেশ্য করে কথিত সে কল্পকাল স্থায়ী মহাতেজশালী পরিত্রাণ আমরা পাঠ করছি।
ভগ্নি! যখন থেকে আমি আর্য্যকুলে জন্মগ্রহণ করেছি (স্রোতাপন্ন হয়েছি)- তখন থেকে আমি সজ্ঞানে (জেনে) কোন প্রাণী হত্যা করুনি। এ সত্য বাক্যের দ্বারা তোমাদের সর্বদা স্বস্তি (মঙ্গল) হোক (তোমার ও তোমার গর্ভের স্বস্তি হোক)।
বিদ্রঃ এই পরিত্রাণ পাঠকের আসন ধৌত জলও সকল বিঘ্ন দূরীভূত হয় এবং এ পরিত্রাণ পাঠের প্রভাবে গর্ভবতী মহিলার সু-প্রসব হয়।
👉ধজগ্গ পরিত্তং----- কথিত আছে -ভক্তি ও মনোযোগের সহিত সকাল-সন্ধ্যায় এই পরিত্রাণ পাঠ করলে যক্ষ-চোরাদি বিভিন্ন উপদ্রব থেকে মুক্তি লাভ করে।
বুদ্ধ বন্দনা শেষে সকাল_সন্ধ্যা দৈনিক সূত্র-
বৃহস্পতিবার- (ধজগ্গ সূত্র পাঠ)
🙏 আছে- এই পরিত্রাণ পাঠের প্রভাবে সংসারে যাবতীয় রোগমুক্ত হয়ে অজর, অমর, ব্যাধিহীন অমৃত ও অভয় অবস্থা প্রাপ্ত হয়।
👉বোজ্ঝাঙ্গ সূত্র----কথিত আছে - এই সূত্র পাঠের প্রভাবে যে কোন দুর্নিমিত্ত, অমঙ্গল, অপ্রীতিকর পক্ষীর শব্দ, পাপগ্রহ ও দুঃস্বপ্ন দূরীভূত হয়। দুঃখী জনের দুঃখ থাকে না, শোকগ্রস্ত ব্যক্তির শোক থাকে না।
👉জয়মঙ্গল অট্ঠ গাথা--- কথিত আছে- এই গাথা পাঠের প্রভাবে মার, যক্ষ, উৎক্ষীপ্ত খড়গধারীও কোন প্রকার অনিষ্ট করতে পারে না। কোন শত্রু আপনার মহত্ত্বতায কলঙ্ক আরোপ করার চেষ্টা করলে তার মিথ্যা ছলনা প্রকাশ পায়। যে কোন বাদ-বিবাদ পরায়ণ, ঋদ্ধিশালী, ক্রুদ্ধ ও ভ্রান্ত ধারণাকারীও নিজেই বশীভূত ও পরাজিত হয়।
👉ধারণ পরিত্তং---কথিত আছে- এই পরিত্রাণ পাঠের প্রভাবে কেহ জীবনের, জ্ঞান ও সৌভাগ্য চিহ্নের অন্তরায় করতে পারে না। এমন কি শরীরে বিষক্রিয়া, জলে ডুবা ও আগুনে দগ্ধ হয় না। নানা ভয় বিদূরীত হয়, এক কিংবা চারি জন হননকারী, উন্মুত্ত ও মূর্খলোক, যক্ষাদি অমনুষ্য এবং হিংসুক ব্যক্তির দ্বারা উপদ্রুপ হয় না। শত্রুর চক্রান্ত হয় না, জটিল রোগ উপশম হয়। (বিস্তারিত দেখুন আদর্শ বৌদ্ধ নীতি)
👉কথিত আছে এ'ই সীবলী পরিত্রাণ সুত্র'টি শ্রদ্ধাচিত্তে সকাল -সন্ধ্যা ভক্তিসহকারে শ্রবণ বা নিজে পাঠ করিলে তাঁহাদের ব্যবসা-বাণিজ্য লাভ হয় আয় উন্নতি শ্রীবৃদ্ধি হয়। তাই এই পূণ্যের প্রভাবে সকলের মঙ্গল হোক, আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক এই কামনায়..
----বুদ্ধ বন্দনা শেষে বার অনুযায়ী দৈনিক সূত্র পাঠ সকাল-বিকাল - বুধবার-মোর পরিত্তং, বট্টক, সীবলী।
👉জিনপঞ্জর গাথা----কথিত আছে - এই গাথাটি সর্বদা যারা পাঠ করে তাদের সর্বত্র জয়লাভ ও আয়ু দীর্ঘ হয় এবং যক্ষ ভয়াদি নানা উপদ্রব বিদূরীত হয়ে পরম শান্তি লাভ করে গ্রহদোষ মুক্ত হয়।
👉ভুমি সূত্র----কথিত আছে - যক্ষ-চোরাদি উগ্র স্বভাব সম্পন্ন অহিতকারী, হিংসাকারীদের দ্বারা উৎপন্ন উপদ্রব হতে ইন্দ্রাদি দেবতাগণ রক্ষাকারী, এই মাটির পৃথিবীতে দান-শীলাদি কুশল কর্মের দ্বারা সম্ভাব্য সুখ উৎপন্ন হয় বলে লোকনাথ বুদ্ধ কর্তৃক যে ভূমি পরিত্রাণ ভাষিত হইয়াছে এখন সেই গুণ সম্পন্ন পরিত্রাণ পাঠ করতেছি। একাগ্রতা মনে শ্রবণ করুন।।
👉নবগ্গহ সূত্র--এই সূত্রটি সকল সম্যকসম্বুদ্ধ ও প্রত্যেকবুদ্ধগণের গুণযোগে সংকলিত। এই সূত্র পাঠ সমস্ত গ্রহদোষ, ভয়, অন্তরায়, উপদ্রব বিনাশ হয়ে থাকে।
#Buddha_sutra_Buddha_sutra
#ven_samadhi_nanda_bhikkhu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: