মিছে মায়ায় মজিয়ে মন || মহাত্মা লালন ফকির 🙏 || রাসেল ক্ষ্যাপা
Автор: Adibashi Shamuk
Загружено: 2025-11-17
Просмотров: 1166
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।।
এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়।
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।।
সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা।
যার পাপে সে ভোগে একা
চার যুগে রে।।
আপনি যখন নয় আপনার
কারে বলো আমার আমার।
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান নাহি রে।।
~~ মহাত্মা দরবেশ লালন ফকির 🙏
📍 বাহারিয়া চালা ~ গাজীপুর
১৪'নভেম্বর, ২০২৫
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: