রোজেলা পাখি পালন পদ্ধতি | Rosella Bird Rearing | Rosella Pakhi Palon Poddoti
Автор: grow life
Загружено: 2021-08-14
Просмотров: 33834
রোজেলা পাখি পালন পদ্ধতি | Rosella Bird Rearing | Rosella Pakhi Palon Poddoti
এই কনটেন্ট এ আপনি জানবেন কিভাবে রোজেলা পাখি পালন করতে হয় এবং রোজেলা পাখির দাম কত, এছাড়া কিভাবে রোজেলা পাখির ব্রিডিং করাতে হয়, এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে, বছরে কতবার বাচ্চা দেয়। কিভাবে রোজেলা পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতিমাসে রোজেলা পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া রোজেলা পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব।
পালকের রং ও সৌন্দর্যের বিচারে রোজেলা পৃথিবীর সবচেয়ে রঙিন ও সুন্দর পাখি। এদের পাখাগুলোতে একই সাথে ৭-৮ টি রংএর মিশ্রন লক্ষ্য করা যায়। এরা যেমন সুন্দর তেমনি চটপটে। সারাদিন বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য আচরণটি হল সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুব সুন্দরভাবে পোষ মানে এবং মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে। রোজেলা পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আর সুরেলা কন্ঠের ডাকাডাকি আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছারা হোম ডেকোরেশন এর জন্য এক জোড়া কালারফুল রোজেলা পাখি ঘরে রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়।
রোজেলা পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম
প্রাকৃতিক ভাবে রোজেলা পাখির ব্রিডিং এর জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে। প্রাকৃতিক ভাবে এরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পাহাড়ি বনাঞ্চল গুলোতে ঘুরে বেড়ায় এবং খাবার-দাবারের প্রাচুর্যতা দেখলে ডিম বাচ্চা করে। এরা বিভিন্ন বড় বড় গাছের উপর নিজেদের বাসা তৈরি করে থাকে।
অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে রোজেলা পাখি কে বড় আকৃতির খাঁচা দিতে হবে। রোজেলা এর জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি এবং খাঁচার উচ্চতা হবে 22 ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো ।
এছাড়া রোজেলা পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। রোজেলা যেহেতু খেলা করতে খুব পছন্দ করে তাই আপনি এদের খাঁচার মধ্যে দুই একটা কাঠের তৈরি খেলনা দিয়ে রাখতে পারেন। এছাড়া রোজেলা পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র দিতে হবে। এবং এ পাত্র গুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখতে হয় । রোজেলা পাখির খাচা বেশি বড় হলে ডিম পাড়ার জন্য ব্রিডিং বক্স খাঁচার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন। আর খাঁচার আকৃতি তুলনামূলক ছোট হলে ব্রীডিং বক্স খাঁচার বাইরে সেট করে কাচার মধ্যে প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। ব্রিডিং বক্স ব্যবহার করতে না চাইলে আপনি এদের ডিম পাড়ার জন্য একটি করে হারি ঝুলিয়ে দিতে পারেন । হাড়ির ভেতরের ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এই হারিগুলো থেকে পাখির মল গুলো পরিষ্কার করে দিতে হবে। বাসা তৈরীর জন্য রোজেলা পাখির খাঁচার ভেতর কিছু পরিমাণে খর শুকনো ঘাস দিয়ে রাখতে হয়। পাখি তার প্রয়োজন মধ্যে গুলো নিয়ে বাসা তৈরি করবে এবং ডিম বাচ্চা করবে।
রোজেলা পাখিকে দিয়ে বাচ্চা উৎপাদন করতে চাইলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো। ডিম বাচ্চা করার জন্য এরা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করে।
রোজেলা ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হলো 2 বছর, তবে আড়াই থেকে তিন বছর বয়সে বিল্ডিং করালে সবচেয়ে ভালো হয়। বছরে ২ বারের বেশি ব্রিড করানো উচিত না। তবে বছরের সর্বোচ্চ তিনবার পরযন্ত ব্রিড করানো যায়। এরা সাধারনত ৪-৬ টা ডিম পাড়ে। কখনো কখনো ৮ টা পাড়তেও দেখা যায় কিন্ত তা খুবই কম। মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। ডিমে তা দেওয়া অবস্থায় ছেলে পাখি খাবার সংগ্রহ করে এনে মেয়ে পাখিকে খাইয়ে দেয়। সবকিছু ঠিক থাকলে মোটামুটি ২০ থেকে ২২ দিনের মধ্যেই বাচ্চা ফোটে। রোজেলা এর বাচ্চার বৃদ্ধি সাধারনত বাজি/ফিঞ্চের তুলনায় অনেক ধীরে হয়। প্রায় ৫০- ৬০ দিনের মত সময় লাগে ভালোভাবে খাওয়া শিখতে। মেটিং এর পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। সম্ভব হলে খাচাটি একটু নির্জন জায়গায় মানুষের আড়ালে রাখতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া খাচার আশেপাশে যাওয়া উচিত নয়। এবং এসময় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করাও খুব জরুরী।
রোজেলা পাখি পালন ও এদের দাম নিয়ে গুরুত্বপূর্ণ এই কনটেন্ট টি মানুষ বিভিন্নভাবে সার্চ করে থাকে
রোজেলা পাখি পালন পদ্ধতি, রোজেলা পাখির দাম, রোজেলা পাখি পালন পদ্ধতি ও দাম, রোজেলা পাখি কোথায় কিনতে পাওয়া যায়, রোজেলা পাখির খাঁচার সাইজ, রোজেলা পাখির খাবার, রোজেলা পাখির খাবার খরচ , রোজেলা পাখির প্রজনন , রোজেলা পাখির ব্রিডিং, পোষা পাখির দাম, পাখির হাট, Rosella Pakhi Palon poddoti, rosella pakhir dam, rosella bird breeding Bangla, rosella bird cage size,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: