খুবই কম খরচে চমৎকার দুই তলা বাড়ির নকশা ও খরচ | ৪ বেডরুমের বাড়ির ডিজাইন | 2 Story House Design
Автор: Impel Building Design
Загружено: 14 февр. 2025 г.
Просмотров: 326 просмотров
আজকের এই ভিডিওতে আমরা খুবই কম খরচে সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ,ডিজাইন এবং খরচের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এটি একটি ৪ বেডরুমের ২ তলা বাড়ির ডিজাইন। বাড়িটির ফ্লোর এর দৈর্ঘ্য হচ্ছে ৪০ ফুট এবং প্রস্থ হচ্ছে ২৭ ফুট তাহলে সম্পূর্ণ জমির পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে ১০৮০ স্কয়ার ফুট আর হিসাব যদি শতকে করা হয় তাহলে হবে ২.৪৮ শতক এবং কাঠায় হলে হবে ১.৫ কাঠা। অতএব এই বাড়িটির (40x27) ফ্লোরের নকশাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই ফ্লোর প্ল্যান প্রতি তলায় রয়েছে বেডরুম ২ টি, ডাইনিং রুম, ড্রইং রুম, বাথরুম ৩ টি, বেলকনি ২ টি এবং রান্নাঘর। সর্বশেষ আমরা জানবো বাড়িটি ডিজাইন অনুযায়ী তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে। আর খরচের হিসাবটা অনেক সময় কম বেশি হতে পারে কারণ খরচ কতটুকু হবে তা নির্ভর করে বাড়ির ফাউন্ডেশনের ধরণ এবং সেই সময়ের মালামালের দামের উপর। আর যদি আপনাদের বাড়ি তৈরি সংক্রান্ত কোনো প্রয়োজন হয় যেমন: বাড়ির ফ্লোর প্ল্যান (floor plan),আধুনিক বাড়ির ডিজাইন,ডুপ্লেক্স বাড়ির ডিজাইন,থ্রিডি ডিজাইন ও এস্টিমেন্ট ইত্যাদি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক লিংকে ক্লিক করুন। আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের ফেইসবুক পেইজ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
বিশেষ দ্রষ্টব্যঃ এই বাড়ির ডিজাইন টি আপনাদেরকে শুধু মাত্র ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই ভালো কোন প্রকৌশলী (Engineer)বা আর্কিটেক্ট (Architect)এর পরামর্শ নিয়ে বাড়ি করবেন। কোনো ইন্জিনিয়ার এর পরামর্শ ছাড়া কখনো ইন্টারনেট বা ইউটিউবের প্ল্যান এর উপর ভিত্তি করে বিল্ডিং তৈরির কাজ শুরু করবেন না। সব সময় ইন্জিনিয়ার এর সাথে আগে আলোচনা করবেন তারপর কাজ শুরু করবেন। কারণ একজন ইন্জিনিয়ার বাড়ির নিরাপত্তা,মালামালের সঠিক ব্যবহার,জমির সঠিক ব্যবহার এবং নিয়ম কানুন মেনে ডিজাইন করেন।
📞WhatsApp & Imo- 01889804537 (ম্যাসেজ করুন বা বয়েজ নোট পাটান। খুব শীগ্রই আপনার ম্যাসেজের উত্তর দেওয়া হবে।)
#housedesign
#duplexhousedesign
#buildingdesign
✅ফেসবুক পেইজ- / impelbuildingdesign
About This Channel: Impel Building Design All About Civil Engineering and Architecture. Like Building Design, Building Construction and Estimate and Costing.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: