মুরংদের ভিন্নধারার জীবনধারা। দূর পাহাড়ের দেশে ৫ম পর্ব। Bangladeshi Murung Tribal Lifestyle
Автор: Munshi Anayet
Загружено: 2025-12-26
Просмотров: 4660
ঘড়ির কাটা যেন এখানে থেমে গেছে কয়েকশ বছর আগের সময়ে। বান্দরবানের সুউচ্চ পাহাড়ের কোলে গভীর অরণ্যে মুরং সম্প্রদায়ের মানুষ এখনো নিজদেরকে প্রযুক্তি ও আধুনিকতার বাইরে রেখেছেন ।
আজও তাদের ধান থেকে চাল বের করতে হয় সনাতনী পদ্ধতিতে। প্রচলিত মুদ্রার বাইরে শ্রম ও জিনিসপ্ত্র লেনদেন করেন বিনিময় প্রথার মাধ্যমে। যা দেখে আমি অভিভুত হয়েছি।
ভিন্ন ধারার জীবযাপনের পাশাপাশি মুরং জনগোষ্ঠির মানুষের খাদ্যাভ্যাসও সমতলের মানুষের চেয়ে আলাদা। তাদেরকে জুমে উৎপাদিত সামান্য খাবারের পাশাপাশি নির্ভর করতে হয় প্রকৃতিতে জন্ম নেওয়া শামুক, বাশকোরল , কাঠবিড়ালি ও পশুপাখির মাংসের উপর।
এমন দুর্গম পাহাড়ে শিক্ষা ও চিকিৎসার মত অতি প্রয়োজনীয় মৌলিক চাহিদা তাদের সামর্থ্য , সীমানা ও চিন্তারও বাহিরে ।
পাহাড়ের কোলে এই গ্রামকে সকাল বেলা শুভ্র সামিয়ানায় ঘিরে রাখে মেঘের দল। মাত্র কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ওঠা এই পাড়া তার নিজস্ব ভাষা , সংস্কৃতি ও ভিন্ন ধারার জীবনযাপনে হয়ে উঠেছে অনন্য।
আজ আমি হাজির হয়েছি আলীকদম উপজেলার একদম গহীনে র্যাম্বুক পাড়ার মানুষের জীবনধারা সম্পর্কে জানতে।পাহাড়ের প্রতিটি পাড়ার মধ্যে লুকিয়ে আছে অজানাকে জানার এক অদ্ভুত মোহ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: