সেন রাজ বংশের ইতিহাস। সেন রাজাদের ইতিহাস। Sena dynasty history
Автор: EMS
Загружено: 2020-10-23
Просмотров: 378
বল্লাল সেন রচিত "অদ্ভুতসাগর" গ্রন্থ অনুসারে সেন রাজবংশ এর গোরাপত্তন
৯০০ শতকেরও পূর্বে ,বাংলার পাল রাজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে তারা একসময় পাল রাজাদেরকে পরাজিত করে পাল সাম্রাজ্য করায়ত্ত করেন। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের অধুনা কর্ণাটকের মহীশূর ও তার সংলগ্ন অঞ্চলে। প্রাচীন বাংলার ইতিহাসে একাদশ শতাব্দীর অন্তিমলগ্নে পাল রাজবংশের বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে সেনদের উত্থান একটি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ অধ্যায়। বাংলার পাল রাজবংশের রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে বারেন্দ্র 'সামন্তচক্রের' বিদ্রোহের সুযোগ নিয়ে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন পশ্চিমবঙ্গে ক্রমশ স্বীয় আধিপত্য বিস্তার করেন এবং অবশেষে বাংলার পাল
রাজবংশের রাজা মদনপালের রাজত্বকালে স্বাধীন সত্ত্বার বিকাশ ঘটান। ভারতবর্ষের ইতিহাসে বাংলার সেন বংশীয় রাজাদের মধ্যে বিজয় সেন, বল্লাল সেন, ও লক্ষ্মণ সেন বিশিষ্ট স্থান অধিকার করছেন।
বিশ্বরূপ সেন—তিনি বঙ্গের সেন বংশীয় নরপতি বল্লাল সেনের পৌত্র । লক্ষ্মণ সেনের অন্যতম পত্নী তাদাদেবী বা তাড়াদেবীর গর্ভে বিশ্বরূপ সেন ও কেশব সেন নামে দুই পুত্র জন্মে। লক্ষ্মণ সেনের পরলোক গমনের পরে তার পুত্র মাধব সেন প্রথমে বাঙ্গালার রাজা হয়েছিলেন । তৎপরে তার ভ্রাতা কেশব সেন ও বিশ্বরূপ সেন পর পর বাঙ্গালার রাজা হয়েছিলেন ।
➽বাংলার প্রাচীন ইতিহাস ➽ • বাংলার প্রাচীন ইতিহাস | History Of Bengali...
➽গৌড় রাজ্যের ইতিহাস ➽ https://www.youtube.com/playlist?list...
➽ মাৎস্যন্যায় এর ইতিহাস ➽ • মাৎস্যন্যায় এর ইতিহাস | মধ্য যুগের প্রথমা...
➽পাল বংশের ইতিহাস ➽ • পাল বংশের ইতিহাস। পাল সাম্রাজ্যের সংক্ষিপ্...
➽বাংলার মুসলিম রাজত্বকাল ➽ • বাংলার মুসলিম রাজত্বকাল | Bengal Sultanate...
➽ ব্রিটিশ শাসন ব্যবস্থা ➽ • ব্রিটিশ শাসন ব্যবস্থা | British Crown Rule...
➽ বঙ্গভঙ্গ এর ইতিহাস ➽ • বঙ্গভঙ্গ কি? | Partition of Bengal | বঙ্গভ...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: