Endoscopic_Spine_Surgery_2024_Faculty_Dr_M_Nuruzzaman Khan_ Associate Professor_Neurosurgery
Автор: Dr M Nuruzzaman Khan
Загружено: 2024-10-15
Просмотров: 638
সাধারনত: কোমর ব্যথা_ও_সায়াটিকা (পায়ের_রগে_ব্যথা) ঔষুধ, ব্যয়াম ও কিছু নিয়ম-কানুন মেনে চলার মাধ্যমে ঠিক হয়ে যায়। তবে কখনও কখনও সার্জারী বা শল্যচিকিৎসার প্রয়োজন হয়। সর্বাধুনিক পারকিউটেনিয়াস এন্ডোসকপিক ডিস্ক সার্জারী-তে কোমরের পার্শ্বে ছোট্ট একটি ছিদ্র করে চামরা থেকে ডিস্কের ভিতর সরাসরি এন্ডোসকোপ প্রবেশ করায়ে ব্যথা তৈরীকারী ডিস্কের অংশ বের করে আনা হয়। সেলাই বিহীন, রক্ত পাত বিহীন এই অপারেশানে রোগীকে অজ্ঞান না করে শুধু স্থানীয় ভাবে চামড়া অবশ করে এই সার্জারি করা হয়। রোগী অপারেশন শেষ হওয়া মাত্রই ব্যথা মুক্ত হয়ে স্বাভাবিক ভাবে হাঁটতে পারে। অপারেশনের একই দিনে বাড়ি ফিরতে পারে এবং এক সপ্তাহের মধ্যেই কর্মস্থলে ফিরে যেতে পারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: