নবীজির ﷺ সামনে এক সাহাবীর কান্না ও হাসির হৃদয়বিদারক কাহিনী | শিক্ষা ভরা হাদিস
Автор: Farid Waz Studio
Загружено: 2025-12-20
Просмотров: 144
এই ভিডিওতে আমি খুব আবেগের সঙ্গে বয়ান করেছি সেই হৃদয়স্পর্শী ঘটনা— যখন এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে হঠাৎ কান্না করতে লাগলেন এবং কিছুক্ষণ পর আবার হাসলেন। নবীজি ﷺ তাঁর কাছে কারণ জানতে চাইলে সেই সাহাবী নিজের জীবনের দুঃখের কাহিনী ও খুশির কারণ সম্পূর্ণভাবে বর্ণনা করেন। এই ঘটনায় রয়েছে কষ্ট, ধৈর্য, আশা ও আখিরাতের গভীর শিক্ষা। হাদিসের এই বাস্তব ঘটনা আমাদের জীবনে সবর ও আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন— ইনশাআল্লাহ হৃদয় নরম হবে এবং ঈমান বৃদ্ধি পাবে। ইসলামিক ঘটনা ও নসিহত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: