জল ময়ূর | ময়ূর | জাকানা | Jacana |І Wildlife Animal Birds | Nature Documentary Birds | Birdlife |
Автор: Prodhan Vlogs
Загружено: 2026-01-14
Просмотров: 1123
জাকানা (Jacana )
পানিফল পুকুরে জাকানা বাসা করে আছে।প্রজাতিভেদে জাকানার আকার পরিবর্তিত হয়, সাধারণত দৈর্ঘ্যে ১৫ থেকে ৩১ সেমি (৬ থেকে ১২ ইঞ্চি) পর্যন্ত হয়, স্ত্রী জাকানা সাধারণত পুরুষ জাকানার চেয়ে বড় হয়। উদাহরণস্বরূপ, ব্রোঞ্জ-ডানাওয়ালা জাকানা প্রায় ২৮-৩১ সেমি (১১ ইঞ্চি) লম্বা হয়, যেখানে উত্তর জাকানা ২১.৫ থেকে ২৪ সেমি (৮.৫ থেকে ৯.৪ ইঞ্চি) লম্বা হয়। আফ্রিকান জাকানা ২৩ থেকে ৩১ সেমি (৯.১ থেকে ১২.২ ইঞ্চি) লম্বা হয়।
প্রজাতিভেদে আকারের তুলনা তীর-লেজওয়ালা জাকানা: ৩৯-৫৮ সেমি (দীর্ঘ লেজ সহ)।
ব্রোঞ্জ-ডানাওয়ালা জাকানা: ২৮-৩১ সেমি (১১ ইঞ্চি)। উত্তর জাকানা: ২১.৫-২৪ সেমি (৮.৫ থেকে ৯.৪ ইঞ্চি)। আফ্রিকান জাকানা: ২৩–৩১ সেমি (৯.১ থেকে ১২.২ ইঞ্চি)। ওয়াটল্ড জাকানা: ২১–২৫ সেমি।
জাকানা বর্ষার শুরুতে ডিম পাড়ে। ডিম থেকে ডবাচ্ছা বের হতে সময় লাগে ২৮- ৩০ দিন। ধূসর রঙের ডিম গুলো। মা ডিমে তা দেয়, পুরুষ জাকানা একটু দূরে থেকে পাহারা দেয়। জাকানার ডাক বেশ মিষ্টি। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দিনে ১০-১৫ বার স্নান করে। বাসাতে কোন রকম নোংরা যেন না থাকে। কোন শত্রু কাছে এলে যেভাবেই হোক তাকে তাড়াবেই । তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ই বাচ্ছারা ভালোভাবে উড়তে পারে।
#jacana
#jalmaur
Vlog No Copyright Music is one of the safest YouTube channels dedicated with no copyright music for content creators.
🎼 | Listen to the playlist on Spotify
→ https://spoti.fi/3suqCdQ
❤️ Join The Family : https://goo.gl/6uqCXz
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: