নূরানী কায়দা শেষ করে আমাদের ৩ জন শিক্ষার্থী পবিত্র আমপারা ছবক গ্রহণ করেছে।
Автор: MARKAZUL ILM HIFZ MADRASAH
Загружено: 2026-01-09
Просмотров: 426
আলহামদুলিল্লাহ! মারকাযুল ইলম হিফজ মাদরাসা-র আঙিনায় আজ খুশির জোয়ার। নূরানী কায়দা শেষ করে আমাদের ৩ জন শিক্ষার্থী পবিত্র আমপারা ছবক গ্রহণ করেছে। একইসাথে, আমপারা শেষ করে সফলভাবে নাজেরা বিভাগে উত্তীর্ণ হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই সাফল্যের মুহূর্তে মাদরাসার পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিশেষ দোয়া করা হয়।
পবিত্র কুরআন হিফজ করার এই দীর্ঘ ও বরকতময় সফরে আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের কবুল করুন এবং তাদের দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। (আমিন) 🤲
#MarkazulIlm #ExamResult #QuranLearning #AmparaChobok #Success #IslamicEducation #HifzMadrasa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: