“৭৮৬ লিখলেই সওয়াব”? | 6 Myth Exposed (Abjad Numerology) | Quran-Sunnah Proof নেই!
Автор: Islamic History Bangla
Загружено: 2026-01-16
Просмотров: 256
আসসালামু আলাইকুম।
“৭৮৬ লিখলেই সওয়াব”?
আজকের ভিডিওতে আমরা উপমহাদেশে বহুল প্রচলিত একটা “ধর্মীয় শর্টকাট” একেবারে ফ্যাক্ট-চেক করছি—
❌ “৭৮৬ = بسم الله (বিসমিল্লাহ)”
❌ “৭৮৬ লিখলে/ব্যবহার করলে বিশাল সওয়াব”
❌ “৭৮৬ লেখা মানেই বেসমিল্লাহ লিখে ফেললাম”
বাস্তবতা হলো: কুরআন-সহীহ হাদিসে কোথাও “৭৮৬” নামক কোনো পবিত্র সংখ্যা নেই। বরং এটা মূলত *Abjad/নিউমারোলজি* হিসাব—কিছু অঞ্চলে ‘বিসমিল্লাহ’-র অক্ষরগুলোর সংখ্যামান যোগ করে ৭৮৬ বানানো হয়েছে। ইসলাম কিন্তু দীনকে “রহস্য সংখ্যা” দিয়ে শেখায় না—আল্লাহ ও রাসূল ﷺ শিক্ষা দেন পরিষ্কার ভাষায়।
------------------------------------
🎯 এই ভিডিওতে যা থাকছে (Fact Check):
✅ 1) ভাইরাল দাবি: ৭৮৬ কেন “বিসমিল্লাহ” বলা হয়?
• Abjad পদ্ধতিতে আরবি অক্ষরের সংখ্যামান দিয়ে “Bismillahir Rahmanir Rahim” যোগফল ৭৮৬—এই “হিসাবই” পুরো ট্রেন্ডের মূল। কিন্তু এই পদ্ধতি ধর্মীয় দলিল নয়, শুধু গণিত/সংস্কৃতি।
✅ 2) Quran/Sunnah test: ইসলাম কি ৭৮৬-কে কোনো ইবাদত/ফজিলত বানিয়েছে?
• কুরআন-সহীহ হাদিসে “৭৮৬ লিখলে সওয়াব” বা “৭৮৬ = বেসমিল্লাহ” এমন কোনো নির্দেশ নেই।
• ইসলামQA.info খুব স্পষ্টভাবে বলে: “৭৮৬ মানে শুধু ৭৮৬—ধর্মকে mystery numbers দিয়ে বোঝানোর দরকার নেই।”
✅ 3) সবচেয়ে বড় ভুল: “৭৮৬ লিখলেই বেসমিল্লাহ লেখা হয়ে গেল”—এটা কেন সমস্যাজনক?
কারণ:
• “বিসমিল্লাহ” হলো একটি অর্থপূর্ণ জিকির/বাক্য—নাম ও অর্থসহ।
• সংখ্যাকে বাক্যের বিকল্প বানালে অর্থ, সুন্নাহ ও আদব—সব দুর্বল হয়ে যায়।
• অনেক হানাফি ফতোয়া-উৎসও বলে: ৭৮৬ নিজে “তাসমিয়াহ/বিসমিল্লাহ” নয়; বিকল্প হিসেবে ব্যবহার করা ঠিক নয়।
✅ 4) “তাহলে কিছু আলেম কেন ব্যবহার করেছেন/অনুমতি দিয়েছেন?”
সত্য কথাটা বলি—কিছু অঞ্চলে কিছু আলেম “বিসমিল্লাহ” অবমাননার ভয় (যেমন কাগজ ময়লায় পড়ে যাওয়া) থাকলে ৭৮৬-কে ‘শর্টহ্যান্ড’ হিসেবে সহনীয় বলেছেন। তবে তারা এটাকেও *সুন্নাহ, ফরজ বা বিশেষ সওয়াবের কাজ* বলেননি—এটা “প্রচলিত রীতি” মাত্র।
✅ 5) তাহলে ইসলামের সঠিক শিক্ষা কী?
• “বিসমিল্লাহ” বলতে/লিখতে চাইলে—পূর্ণ শব্দেই বলুন/লিখুন।
• “৭৮৬ লিখলেই সওয়াব”—এই দাবি ভিত্তিহীন, কারণ কুরআন-সহীহ হাদিসে এর কোনো প্রমাণ নেই।
• ধর্মকে সংখ্যা-তাবিজ-নিউমারোলজিতে নামানো ইসলাম নয়—এটা সাংস্কৃতিক অভ্যাস।
------------------------------------
👍 Like দিন যদি আপনি “সংস্কৃতি নয়—দলিল” চান
🔁 Share করুন—৭৮৬ নিয়ে ভুল ধারণা থামাতে
✅ Subscribe করুন—Quran vs Popular Belief সিরিজের জন্য
💬 Comment: আপনি ৭৮৬ কোথায় প্রথম দেখেছেন? দোকান/চিঠি/দাওয়াত কার্ড?
#786 #Bismillah #Abjad #HadithFactCheck #QuranFirst #BanglaIslamic #IslamBangla #Bidah #Superstition #786Myth
------------------------------------
References (Viewer Notes):
• IslamQA.info (Answer 259): “786 means 786 and nothing more”
• IslamWeb Fatwa 81825: “Importance of 786” (ধর্মীয় গুরুত্ব নেই—কুসংস্কার
• Abjad numerals (system overview)
• Hanafi fatwa: “786 is only a number, not a substitute for tasmiyah”
• Deoband fatwa: “Some use 786 to avoid disrespect, but better to write Bismillah when safe”
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: