শতবর্ষে সহস্র প্রণাম । লিখেছেন কবি: যাকোব বাড়ৈ । আবৃত্তি: রাজু রোজারিও ।
Автор: Pallab Golla
Загружено: 2021-05-05
Просмотров: 297
শতবর্ষে সহস্র প্রনাম
যাকোব বাড়ৈ
শিশুকাল থেকে এখন অবধি যাঁকে লালন করেছি হৃদমন্দিরে সে আমার জনক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জনকের নাম বাংলাদেশ। টুঙ্গিপাড়া থেকে শুরু, বাংলার মানচিত্রে শুধু নয়, বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্তে তুমি আছো আমাদের হৃদয়ে অবিসংবাদিত জয় বাংলা নেতা, যাঁর নির্ভিক বলিষ্ঠ কণ্ঠে ছিল বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি ও মানবতার শ্লোগান। টুঙ্গিপাড়ায় শুনেছি সেই খোকার শিশু শৈশবের সাহসী বীরত্ব গাঁথা, কত ভালোবাসতেন তাঁকে গ্রামের পর গ্রাম কৃষক, জেলে, মেহেনতি মানুষ পঁচাত্তরের ভয়ার্ত সেই দিনগুলোর কাহিনী আতকে ওঠে বাঙ্গালী পরাণ, টুঙ্গিপাড়ার সেই ঐতিহাসিক বাড়িটি আজ ইতিহাসের পাতায় বাঙ্গালীর মননে একদা সেখানে আপনজনের কতই না ভালোবাসা-বাসি, চোখের জল, শ্রদ্ধা ও বিনম্রতায়।
“নবীজীর শিক্ষা কর না ভিক্ষা মেহনত কর সবে”।
বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার মধ্য বয়সী লোকটিকে ডেকে বললেন, একটা কুঠার কি'নে কাঠ কেটে খাও, হাত পেতো না কখনও বৃদ্ধ বয়সেও কুঠার হাতে কাঠ কেটেছেন, হাত পাতেননি কখনও।
অবিসংবাদিত নেতা, রেসকোর্স ময়দানে সাতই মার্চ “সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না” “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” এ এক মহাকাব্যর মহান কবির জয় যাত্রা, সমস্ত বিলাস ভূষণ, ক্ষমতার মোহ ছেড়ে, নিভৃতে কারাবাস- সদানন্দ পারিবারিক ভালোবাসা, সেই ছোট্ট আদরের শেখ রাসেল বাবার নিত্যদিনের পরশ বঞ্চিত, চোখের জলে গড়াগড়ি তবুও আক্ষেপ ছিলো না কোনো এ সবের মাঝে সংসার সামাল দিয়েছেন মাতা বেগম মুজিব, যিনি মাতৃহারা মানুষের জননী, মুক্তি পাগল মানুষের অবিনাশী সাহস, নক্ষত্র আলোর দিশারি, হে বঙ্গ মাতা।
“আজ জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরানো শকুন"
বঙ্গবন্ধুর ভাস্কার্য তাঁর স্বাধীন বাঙলায় রক্তাত্ত হয়, হে সোনার বাংলা হে মুক্তি যুদ্ধের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নোবেল জয়ী রবীন্দ্র নাথ ঠাকুর, কবি জসিম উদ্দিন, জীবনান্দ দাস, মুকুন্দ দাস, সৈদয় মুজতবা আলী, অধ্যাপক মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভীন, শহীদ জননী জাহানারা ইমাম, বেগম সুফিয়া কামাল, তারামন বিবি, সেতারা বেগম, কাঁকন বিবি, মহীয়সি নারী বেগম রোকেয়া সাখাওয়াত, অকুতোভয় ক্ষুদিরাম বসু, ইলা মিত্র, মাষ্টারদা সূর্য সেন, ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার।
“ যতকাল রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”
হে মহামানব, হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হে অমর কবি, জন্ম শত বর্ষে সহস্র প্রনাম।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: